Ear piercings smell bad : কানের লতিতে দুল পরার জায়গায় অসহ্য দুর্গন্ধ? জানুন মুক্তির উপায়

Last Updated:
Ear piercings smell bad :দুলের সঙ্গে ফ্যাশন তো নয় হল৷ দুল খুললে কানের লতিতে যে অসহ্য দুর্গন্ধ, তার কী হবে?
1/5
পোশাকের সঙ্গে মানানসই বাহারি দুল না পরলে সম্পূর্ণ হয় না মহিলাদে সাজ৷ কানের লতির সঙ্গে চাপ দুল বিভিন্ন দৈর্ঘ্যের ঝোলা দুল-সব তৈরি হয় ফ্যাশনের সঙ্গে পাল্লা দিয়ে৷ কিন্তু দুলের সঙ্গে ফ্যাশন তো নয় হল৷ দুল খুললে কানের লতিতে যে অসহ্য দুর্গন্ধ, তার কী হবে?
পোশাকের সঙ্গে মানানসই বাহারি দুল না পরলে সম্পূর্ণ হয় না মহিলাদে সাজ৷ কানের লতির সঙ্গে চাপ দুল বিভিন্ন দৈর্ঘ্যের ঝোলা দুল-সব তৈরি হয় ফ্যাশনের সঙ্গে পাল্লা দিয়ে৷ কিন্তু দুলের সঙ্গে ফ্যাশন তো নয় হল৷ দুল খুললে কানের লতিতে যে অসহ্য দুর্গন্ধ, তার কী হবে?
advertisement
2/5
দুল পরার জায়গায় এই বোটকা গন্ধ কেন হয়? তার কারণ ত্বক থেকে যে স্বাভাবিক তেল নির্গত হয়, তা মিশে যায় ত্বকের মৃত কোষের সঙ্গে৷ এর সঙ্গে প্রকৃতিতে বিচরণকারী জীবাণু মিলে দুর্গন্ধ তৈরি করে৷
দুল পরার জায়গায় এই বোটকা গন্ধ কেন হয়? তার কারণ ত্বক থেকে যে স্বাভাবিক তেল নির্গত হয়, তা মিশে যায় ত্বকের মৃত কোষের সঙ্গে৷ এর সঙ্গে প্রকৃতিতে বিচরণকারী জীবাণু মিলে দুর্গন্ধ তৈরি করে৷
advertisement
3/5
অনেকেই নিয়মিত কানের দুল পরিবর্তন করেন না৷ সোনা বা রুপোর একই দুল পরে থাকেন দীর্ঘ দিন৷ ফলে কানের লতিতে দুলের জায়গায় কটু গন্ধ তৈরি হয়৷ সমস্যা এডাতে রোজ স্নানের আগে দুল খুলে রাখুন৷ তার পর স্নানের সময় উষ্ণ জল ও সাবানে কানের লতির অংশ পরিষ্কার করুন৷ ব্যবহার করুন অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লেঞ্জার৷
অনেকেই নিয়মিত কানের দুল পরিবর্তন করেন না৷ সোনা বা রুপোর একই দুল পরে থাকেন দীর্ঘ দিন৷ ফলে কানের লতিতে দুলের জায়গায় কটু গন্ধ তৈরি হয়৷ সমস্যা এডাতে রোজ স্নানের আগে দুল খুলে রাখুন৷ তার পর স্নানের সময় উষ্ণ জল ও সাবানে কানের লতির অংশ পরিষ্কার করুন৷ ব্যবহার করুন অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লেঞ্জার৷
advertisement
4/5
কানের লতির পাশাপাশি পরিষ্কার করুন দুলও৷ কারণ দুলের সঙ্গেও সেবাম ও ত্বকের তেল মিশে যায়৷ পলে সেখানেও ব্যাকটেরিয়াল গ্রোথ হয়৷ বিশেষ করে জাঙ্ক জুয়েলারির ক্ষেত্রে এই সমস্যা হয় বেশি৷ অ্যান্টি ব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে মুছে নিন৷
কানের লতির পাশাপাশি পরিষ্কার করুন দুলও৷ কারণ দুলের সঙ্গেও সেবাম ও ত্বকের তেল মিশে যায়৷ পলে সেখানেও ব্যাকটেরিয়াল গ্রোথ হয়৷ বিশেষ করে জাঙ্ক জুয়েলারির ক্ষেত্রে এই সমস্যা হয় বেশি৷ অ্যান্টি ব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে মুছে নিন৷
advertisement
5/5
সব সময় চাপা দুল বা স্টাড পরবেন না৷ এতে কানের ত্বকের ওই অংশে বাতাস স্পর্শ করতে পারে না৷ মাঝে মাঝে রিং-ও পরুন৷ যাতে হাওয়া বাতাস খেলতে পারে৷
সব সময় চাপা দুল বা স্টাড পরবেন না৷ এতে কানের ত্বকের ওই অংশে বাতাস স্পর্শ করতে পারে না৷ মাঝে মাঝে রিং-ও পরুন৷ যাতে হাওয়া বাতাস খেলতে পারে৷
advertisement
advertisement
advertisement