মাতৃভাষায় দেওয়া যাবে চাকরির পরীক্ষা! দেশের 'এই' রাজ্যে বিরাট সিদ্ধান্ত

Last Updated:

Odisha: মাতৃভাষায় চাকরির পরীক্ষা দিতে পারবেন। একজন চাকরিপ্রার্থীর কাছে এর থেকে ভাল খবর আর কী হতে পারে!

#ভুবনেশ্বর: মাতৃভাষায় দেওয়া যাবে চাকরির পরীক্ষা! যে কোনও রাজ্যের পরীক্ষার্থীদের কাছেই হয়তো এর থেকে ভাল খবর আর কিছু হতে পারে না! চাকরির পরীক্ষা অনেক সময়ই প্রার্থীদের দিতে হয় ইংরেজিতে। কোথাও আবার হিন্দিতে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই বহু রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
ওড়িশায় বিধানসভা নির্বাচন। তার আগে নবীন পট্টনায়েকের সরকার বড় ঘোষণা করে দিল। রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু বদল করা হয়েছে। চাকরির বিভিন্ন পরীক্ষা এবার প্রার্থীরা ওড়িয়া ভাষাতেও দিতে পারবেন। সেইসঙ্গে মৌখিক ইন্টারভিউ-ও হবে ওড়িয়া ভাষাতেই।
আরও পড়ুন- PM Modi Convoy: অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে থেমে গেল মোদির কনভয়, দেখুন ভিডিও
ওড়িশা সিভিল সার্ভিস রুল ২০২২ তৈরি করা হয়েছে ওড়িশাার মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী। ফর্ম ফিল-আপ করার সময় পরীক্ষার্থীকে জানিয়ে দিতে হবে, তিনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান। সেই মতো তিনি প্রশ্নপত্র পাবেন। তবে শুধুমাত্র ভাষাপত্রের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
advertisement
advertisement
কোনও পরীক্ষার্থী চাইলে ইংরেজিতেও পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ পুরো ব্যাপারটাই রাখা হয়েছে ঐচ্ছিক। ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন দিনকয়েক আগে জানিয়েছিল, ওড়িশা ভাষাতে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেই বিষয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে। সেইমতো এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ওড়িশার সরকার।
আরও পড়ুন- লক্ষ লক্ষ টাকায় প্রাথমিকে চাকরির 'অফার'! মানিকই 'কিংপিন'! শীর্ষ আদালতে দাবি CBI-এর
ইংরাজি অথবা ওড়িয়া, চাকরিপ্রার্থীদের সামনে দুটি অপশন রইল। এবার তাঁরা বেছে নিতে পারবেন নিজেদের ভাষা। গ্রুপ বি ও সি ক্য়াডার নিয়োগে ইতিমধ্যে পরীক্ষার্থীরা মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়ে দিয়েছে ওড়িশা সরকার। তবে বিরোধীরা এই নিয়ে তরজায় নেমেছে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তো নিজেই ভাল করে ওড়িয়া ভাষায় কথা বলতে পারেন না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাতৃভাষায় দেওয়া যাবে চাকরির পরীক্ষা! দেশের 'এই' রাজ্যে বিরাট সিদ্ধান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement