Coromandel express accident: দুর্ঘটনার বলি ২৮৮, আরও বাড়ল ওড়িশায় রেল বিপর্য়য়ে মৃতের সংখ্যা

Last Updated:

ট্যুইটারে ওড়িশার মুখ্যসচিব আরও জানান, এখনও পর্যন্ত ২০৫টি মৃতদেহ শনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷

বাড়ল মৃতের সংখ্যা৷
বাড়ল মৃতের সংখ্যা৷
ভুবনেশ্বর: বালেশ্বরের রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৮৮৷ গত শুক্রবার ঘটে যাওয়া এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে বলে এর আগে জানানো হয়েছিল৷ এ দিন ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, গত শুক্রবারের এই রেল বিপর্যয়ে মৃতের চূড়ান্ত সংখ্যা ২৮৮৷
ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, বিভিন্ন হাসপাতাল, মর্গ এবং অন্যান্য জেলার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃতদের এই সংখ্যায় উপনীত হয়েছেন বালাসোরের জেলাশাসক৷
advertisement
ট্যুইটারে ওড়িশার মুখ্যসচিব আরও জানান, এখনও পর্যন্ত ২০৫টি মৃতদেহ শনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ৮৩টি দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি৷
advertisement
গত শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার পর একসময় মৃতের সংখ্যা ২৯৫ ছুঁয়েছিল বলে ওড়িশা এবং রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়৷ পরে সেই ঘোষণা সংশোধিত করে মৃতের সংখ্যা ২৭৫ বলে জানানো হয়৷ এবার আরও বাড়ল মৃতের সংখ্যা৷ মৃত এবং আহতদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষই পশ্চিমবঙ্গের বাসিন্দা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel express accident: দুর্ঘটনার বলি ২৮৮, আরও বাড়ল ওড়িশায় রেল বিপর্য়য়ে মৃতের সংখ্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement