‘‘ আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল ....’’ নাগরোটায় জঙ্গি হামলা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী

Last Updated:

নাগরোটায় জঙ্গি হামলার পিছনে নিরাপত্তার খামতি যে ছিল, সেটা মেনে নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷

#নয়াদিল্লি:  নাগরোটায় জঙ্গি হামলার পিছনে নিরাপত্তার খামতি যে ছিল, সেটা মেনে নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷  সেনাবাহিনীর আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি ৷ এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এই ঘটনার পিছনে যাদের হাত রয়েছে, তাদের  অবশ্যই ছেড়ে দেওয়া হবে না ৷
মনোহর পারিকর বলেন, ‘‘ নিরাপত্তার বিষয়টিতে আমরা আরও উন্নতি করতে পারব ৷ কিছু অলসতা এবং ফাঁক তো ছিলই ৷ জওয়ানদের মৃত্যু দুঃখজনক। কিন্তু তাঁদের পরিবার, সন্তানদের বাঁচানো গুরুত্বপূর্ণ ছিল। আমি নিশ্চিত, এই ঘটনার পর আরও সতর্ক হবে সেনাবাহিনী।" গত ২৮ নভেম্বর মাঝরাতে নাগরোটায় হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় দুই সেনা অফিসার-সহ সাত জনের।
advertisement
প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতীয় সেনার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠেছে। তবে নাগরোটায় আরও বেশি সচেতনতা অবলম্বনের প্রয়োজন ছিল। নিরাপত্তায় যে খামতি ছিল তা স্পষ্ট। তবে দ্রুত নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল ....’’ নাগরোটায় জঙ্গি হামলা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement