North Eastern Frontier Railways: যাত্রীদের জন্য সুখবর! কাটিহার-অমৃতসরের মধ্যে ৬টি ট্রিপের সামার স্পেশ্যাল ট্রেন
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
North Eastern Frontier Railways: এই রুটে যাতায়াত করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সামার স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে কাটিহার ও অমৃতসরের মধ্যে উভয় দিক থেকে ছ’টি ট্রিপের জন্য একটি সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই অনুযায়ী ০৫৭৩৪ নং. (কাটিহার-অমৃতসর) স্পেশ্যাল ট্রেনটি ২৭ মে থেকে ০১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবার ০৭.৫০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা দিয়ে পরের দিন ১৯.৩০ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।
advertisement
ফেরত যাত্রার সময় ০৫৭৩৩ নং. (অমৃতসর-কাটিহার) স্পেশাল ট্রেনটি ২৯ মে থেকে ০৩ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক সোমবার ০৮.৪৫ ঘণ্টায় অমৃতসর থেকে রওনা দিয়ে পরের দিন ১৮.২০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
advertisement
উভয় দিকে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি খাগারিয়া জং., মুজাফফরপুর জং., গোরখপুর, লখনউ, দিল্লি ও লুধিয়ানা স্টেশন হয়ে চলাচল করবে। ১৭টি কোচ নিয়ে গঠিত এই ট্রেনটিতে যাত্রীদের জন্য এসি ৩-টিয়ার ইকোনমি কামরা থাকবে।
advertisement
আরও পড়ুন: হু হু করে বাড়বে তাপমাত্রা! ফের ৪০ ডিগ্রির দাবদাহের ধাক্কা দক্ষিণবঙ্গে, জুনে কেমন আবহাওয়া
এই রুটে যাতায়াত করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সামার স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 10:38 AM IST