Human Trafficking: কড়া নজরদারি চালিয়ে মানবপাচার চক্র মোকাবিলার অভিযানে বড় সাফল্য রেলের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Human Trafficking Racket: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর হাতেউদ্ধার ৪০ জন অপ্রাপ্তবয়স্ক ও ০২ জন মহিলা
কলকাতা: ০১ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে ৪০ জন অপ্রাপ্তবয়স্ক ও ০২ জন মহিলাকে উদ্ধার করে অসুরক্ষিত ব্যক্তিদের সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি বজায় রেখেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। পরে উপযুক্ত যত্ন ও পুনর্বাসনের জন্য উদ্ধারকৃত ব্যক্তিদের চাইল্ড লাইন, এনজিও, অভিভাবক এবং সরকারি রেলওয়ে পুলিশ/স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই পদক্ষেপ আরপিএফ-এর মানব পাচার প্রতিরোধ করা, পলাতক শিশুদের সুরক্ষা দেওয়া এবং শিশুদের শোষণের বিরুদ্ধে লড়াই চালানোর প্রচেষ্টার একটি অংশ, যার দ্বারা রেলযাত্রীদের সচেতন অভিভাবক হিসেবে নিজেদের ভূমিকা আরও দৃঢ় করে তুলেছে আরপিএফ।
২০২৫-এর ফেব্রুয়ারি মাসে আরপিএফ ধারাবাহিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে সংকটপূর্ণ পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করেছে। ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কোকরাঝাড় রেলওয়ে স্টেশনে কোকরাঝাড়ের আরপিএফ টিম ১৭ বছর বয়সের একটি নাবালিকাকে উদ্ধার করে। এরপর উপযুক্ত পরিচয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে নিরাপদে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। একইভাবে, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে কিষানগঞ্জ আরপিএফ টিম পশ্চিমবঙ্গ ও বিহারের ভিন্ন ভিন্ন স্থান থেকে পাঁচজন পলাতক নাবালককে উদ্ধার করে। এরপর এই নাবালকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে দ্রুত তাদের কিষাণগঞ্জ চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কাটিহার রেলওয়ে স্টেশনে এক উল্লেখযোগ্য উদ্ধার অভিযান চালানো হয়। যেখানে কাটিহার আরপিএফ টিম আরও পাঁচজন পলাতক নাবালককে উদ্ধার করে। এরপর প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা লাভের জন্য তাৎক্ষণিকভাবে তাদের কাটিহার চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ যাত্রীদের বিশেষত অপ্রাপ্তবয়স্ক ও মহিলাদের সুরক্ষা দিতে সর্বদা একনিষ্ঠভাবে কাজ করে আসছে, কারণ অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে ও মহিলারাই বেশি মানব পাচারকারী ও শোষণের শিকার হয়ে থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন: হাই ব্লাড প্রেশারে কি ডিম খাওয়া যায়? ডিম খেলেই চড়চড়িয়ে বাড়ে হার্ট অ্যাটাকের ভয়? জানুন
সুরক্ষা ও উদ্ধারকৃত ব্যক্তিদের পুনর্বাসন নিশ্চিত করতে চাইল্ড লাইন, এনজিও,স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে রেলওয়ে সুরক্ষা বাহিনী সক্রিয়ভাবে সমন্বয় স্থাপন করে আসছে। যাত্রীদের সর্বদা সচেতন থাকতে এবং মানব পাচার অথবা সংকটাপন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোনও ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখলে আরপিএফ-এর ১৩৯ হেল্পলাইনে যোগাযোগ করে রিপোর্ট জানানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। নিজেদের অটল প্রতিশ্রুতির মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা ব্যবস্থাগুলি আরও বেশি শক্তিশালী করে তুলেছে, যার ফলে সমগ্র অঞ্চলে সুরক্ষিত, যাত্রী-অনুকূল এবং দায়িত্বশীল রেলওয়ে নেটওয়ার্ককে আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 9:36 AM IST

