North 24 Parganas News: সুন্দরবনে বাল্যবিবাহ ঠেকাতে প্রশাসনের সঙ্গী চাইল্ড লাইন

Last Updated:

বাংলার মধ্যে সুন্দরবন নারী পাচার ও বাল্যবিবাহে প্রথম সারিতে থাকা এলাকা। প্রতিবছর বহু শিশু, কিশোরী এমনকি মহিলারা এখান থেকে ভিন রাজ্য এমনকি ভিন দেশে পাচার হয়ে যান।

+
title=

উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে নারীপাচার, বাল্য বিবাহ রুখতে বিশেষ উদ্যোগ চাইল্ড লাইনের। উত্তর ২৪ পরগনা জেলাকে ১০০ শতাংশ বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে তৈরি করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এই উদ্যোগের অংশ হিসেবে চাইল্ড লাইন সক্রিয়ভাবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এর জন্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে গ্রামে গ্রামে বিশেষ আলোচনা সভা, শিবির আয়োজন করা হচ্ছে চাইল্ড লাইনের পক্ষ থেকে।
বাংলার মধ্যে সুন্দরবন নারী পাচার ও বাল্যবিবাহে প্রথম সারিতে থাকা এলাকা। প্রতিবছর বহু শিশু, কিশোরী এমনকি মহিলারা এখান থেকে ভিন রাজ্য এমনকি ভিন দেশে পাচার হয়ে যান। এই বিষয়টি রুখতে দীর্ঘদিন ধরে তৎপর পুলিশ ও সাধারণ প্রশাসন। কিন্তু তাতে বিশাল কোন‌ও লাভ হয়নি। তাই এবার চাইল্ড লাইনের ধারাবাহিক সাহায্য নেওয়া শুরু করেছে প্রশাসন। কারণ দেখা গিয়েছে গ্রামের সাধারণ মানুষ পুলিশের বদলে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে অনেক খোলামেলাভাবে নিজেদের মনোভাব তুলে ধরে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে সারা জেলার নিয়ে রেখে শিক্ষার হার অনেকটা কম থাকাটা বাল্যবিবাহের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় শিক্ষার হার বাড়ানোয় জোর দেওয়ার পাশাপাশি চাইল্ড লাইন অভিভাবকদের এই সংক্রান্ত বিপদগুলি সম্বন্ধে সচেতন করে তোলার কর্মসূচি নিয়েছে। সেই লক্ষ্যে হাড়োয়ায় প্রান্তিক এলাকার ছাত্র-ছাত্রী থেকে এলাকার মেয়েদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা করতে কর্মসূচি নেয় তারা। এই সচেতনতা শিবিরে বাল্যবিবাহ, শিশু পাচার, মানব পাচার, নারী পাচার, গুড টাচ-ব্যাড টাচের মতো অত্যন্ত জরুরি ও স্পর্শকাতর বিষয়গুলি সম্বন্ধে ছাত্রীদের সচেতন করা হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে পাচারকারীদের পাতা ফাঁদে অল্পবয়সী মেয়েরা পা দিয়ে ফেলছে সেটাও তুলে ধরেন চাইল্ড লাইনের বিশেষজ্ঞরা। কীভাবে এই সমস্ত প্রতারণার ফাঁদ এড়িয়ে চলা সম্ভব সেটাও অল্পবয়সী মেয়েদের সেখান চাইল্ড লাইনের কর্মীরা।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনে বাল্যবিবাহ ঠেকাতে প্রশাসনের সঙ্গী চাইল্ড লাইন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement