North Eastern Frontier Railway : অর্থনীতির চাকা ঘোরাচ্ছে রেল! পণ্য আনলোডিং-এ ৪.২৯ শতাংশ বৃদ্ধি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
North Eastern Frontier Railway : অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রী শুধুমাত্র সাধারণ মানুষের চাহিদা পূরণের জন্য নয়, বরং তার পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সক্রিয় রাখতেও নিয়মিত পরিবহণ করা হচ্ছে।
অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্যসামগ্রীর সরবরাহ বহাল রাখতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আনলোডিং-এর ক্ষেত্রে ধারাবাহিকভাবে বৃদ্ধি পঞ্জীয়ন করে আসছে। এই বছরের জুন মাসে ১০৪৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। ২০২৩-এর জুন মাসে পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় ৪.২৯ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ২০২৩-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত এই অর্থবর্ষে ৩৩৮৩টি পণ্যবাহী রেক উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে আনলোড করা হয়।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, অটোমোবাইল, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।
advertisement
advertisement
জুন, ২০২৩ সময়সীমার মধ্যে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৮৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩০৮টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৭৮টি রেক, নাগাল্যান্ডে ১৮টি রেক, মণিপুরে ৪টি রেক, অরুণাচল প্রদেশে ১০টি রেক এবং মিজোরামে ৬টি রেক আনলোড করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট মাসে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৮৮টি পণ্য রেক ও বিহারে ১৫৯টি পণ্য রেক আনলোড করা হয়েছিল।
advertisement
অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রী শুধুমাত্র সাধারণ মানুষের চাহিদা পূরণের জন্য নয়, বরং তার পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সক্রিয় রাখতেও নিয়মিত পরিবহণ করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের কাজ দ্রুতগতিতে পরিচালনা করা হচ্ছে যার ফলে পণ্যবাহী ট্রাফিকের অন্তর্মুখী ও বহির্মুখী চলাচলও বৃদ্ধি পেয়েছে।
advertisement
পণ্য লোডিঙের ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে একটি ধারাবাহিক অগ্রগতির পর্যায় বজায় রাখার সঙ্গে ২০২৩-এর জুন মাসে ০.৭৩৫ মিলিয়ন টন (এমটি) পণ্য লোড করেছে এবং যার ফলে বর্তমান অর্থবর্ষ ২০২৩-২৪-এর জুন, ২০২৩ পর্যন্ত মোট ২.৫৭৯ মিলিয়ন টন পণ্য লোডিং হয়েছে।
পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় ২০২৩-এর জুন মাসে খাদ্য শস্যের লোডিং বৃদ্ধি হয়ে ৭.৭ শতাংশ হয়েছিল এবং অন্যান্য কিছু পণ্য সামগ্রী লোডিঙের ক্ষেত্রেও ভাল লাভের সঙ্গে বৃদ্ধি ঘটেছে। সংশ্লিষ্ট মাসে কাঠ লোডিঙে বৃদ্ধি ঘটেছে ১০০ শতাংশ এবং ব্যালাস্ট লোডিঙে ৭৬.৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে। পূর্ববর্তী অর্থ বর্ষের একই সময়ের তুলনায় অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীর লোডিং বেড়ে হয়েছে ২০.০ শতাংশ।
advertisement
একটি উল্লেখযোগ্য প্রদর্শনের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অধিক্ষেত্রের অন্তর্গত সবগুলি ডিভিশন পণ্য লোডিঙের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি লাভ করেছে, যার ফলে উল্লেখযোগ্য পরিমাণের পণ্য রাজস্ব উৎপন্ন হয়েছে। পণ্য লোডিঙের ক্ষেত্রে এই বৃদ্ধি অঞ্চলটির অর্থনৈতিক কার্যকলাপের বৃদ্ধিকেই সূচিত করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2023 8:38 AM IST








