বোস-লোকো ইঞ্জিন, ফের চমক সৃষ্টি করল শিলিগুড়ি ডিজেল লোকো শেড
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
North East Railways: উত্তর পূর্ব সীমান্ত রেল দ্বারা নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ফের চমক সৃষ্টি করল শিলিগুড়ি ডিজেল লোকো শেড। এর আগেও একাধিক নজির তৈরি করেছে তারা।
নয়াদিল্লি: উত্তর পূর্ব সীমান্ত রেল দ্বারা নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ফের চমক সৃষ্টি করল শিলিগুড়ি ডিজেল লোকো শেড। এর আগেও একাধিক নজির তৈরি করেছে তারা।
দেশের উত্তর পূর্ব অঞ্চলে ঐতিহ্য এবং অগ্রগতির সংরক্ষক হিসেবে, উত্তর পূর্ব সীমান্ত রেল (এনএফআর) তার বিশাল নেটওয়ার্ক জুড়ে ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবনের মিশ্রণ অব্যাহত রেখেছে।
advertisement
সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে পরিচালিত শিলিগুড়ি ডিজেল লোকো শেড ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। সুভাষ চন্দ্র বসু এবং তার কিংবদন্তি আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
advertisement
এই ধরণের দৃষ্টিভঙ্গির সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য, শেডটি তার ডব্লিউডিপি-৪বি ডিজেল লোকোমোটিভ নং ৪০০২৩-কে পুনরায় রং করে নতুন নামকরণ করেছে, যা আজাদ হিন্দ ফৌজকে (ভারতীয় জাতীয় সেনাবাহিনী) উৎসর্গীকৃত একটি শক্তিশালী নতুন ভিজ্যুয়াল পরিচয় দ্বারা সজ্জিত।
advertisement
উন্নত আইজিবিটি প্রযুক্তি সম্বলিত ৪,৫০০ এইচপি ইঞ্জিনের এই লোকোমোটিভটি এখন তিরঙ্গা হুইস্কার এবং পতাকা-অনুপ্রাণিত মোটিফ সহ একটি আকর্ষণীয় লিভারি ধারণ করছে, যা এটিকে জাতীয় গর্বের একটি চলমান প্রতীকে পরিণত করেছে। এই রূপান্তর কেবল শ্রদ্ধার প্রতীক হিসেবেই নয় বরং স্বাধীনতার পথে ভারতের ত্যাগ ও দৃঢ়তার স্মারক হিসেবেও কাজ করছে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে, উত্তর পূর্ব সীমান্ত রেল দৈনন্দিন জীবনে দেশের ঐতিহাসিক ঐতিহ্য উদযাপনের প্রতি যাত্রীদের অঙ্গীকারই আরও জোরালো করেছে।
লোকোমোটিভ ৪০০২৩, তার সাহসী নতুন অবতারে নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের অটল সাহসের প্রতি জীবন্ত শ্রদ্ধাঞ্জলি হিসাবে রূপান্তরিত হয়েছে , যা এর রুট জুড়ে অগণিত মানুষকে অনুপ্রাণিত করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 1:10 PM IST