AC কোচের ৩৮ নম্বর সিটে বসেছিলেন প্যাসেঞ্জার..., হঠাৎ চোখ আটকে গেল ৪০ নম্বর 'বার্থে'! পরমুহূর্তেই যাত্রীর চিল-চিৎকার!

Last Updated:
Indian Railways: দাবানলের মতো এবার ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়! ঘটনাটি ঘটেছে অমৃতসর-ইন্দোর এক্সপ্রেসে। বৃহস্পতিবার এই ট্রেনেই একটি এসি কোচে চড়ে বসেছিলেন দীপক। ভেবেছিলেন আরাম করে বাতানুকূল কোচে চেপে নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু ঘটল এক বিরাট অঘটন।
1/11
ট্রেন অত্যন্ত জনপ্রিয় এক মাধ্যম। রেলপথে প্রতিদিন লাখ লাখ মানুষের আনাগোনা। ভারতীয় রেল তাঁর যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ সুনিশ্চিত করতে কোনও কসুর করে না। অল্প খরচে গন্তব্যে পৌঁছতে ট্রেনের জুড়ি নেই।
ট্রেন অত্যন্ত জনপ্রিয় এক মাধ্যম। রেলপথে প্রতিদিন লাখ লাখ মানুষের আনাগোনা। ভারতীয় রেল তাঁর যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ সুনিশ্চিত করতে কোনও কসুর করে না। অল্প খরচে গন্তব্যে পৌঁছতে ট্রেনের জুড়ি নেই।
advertisement
2/11
রেলপথে ভ্রমণের মজাই আলাদা! প্রত্যেক যাত্রী তাই বাস, গাড়ি ছেড়ে ট্রেনে চড়েই গন্তব্যে পৌঁছতে ভালবাসেন। কিন্তু সেই ট্রেনের কামরায় যদি ঘটে ভয়ঙ্কর কিছু? কেমন হয় যদি হঠাৎ মুখোমুখি হয়ে যান সাক্ষাৎ মৃত্যুর!
রেলপথে ভ্রমণের মজাই আলাদা! প্রত্যেক যাত্রী তাই বাস, গাড়ি ছেড়ে ট্রেনে চড়েই গন্তব্যে পৌঁছতে ভালবাসেন। কিন্তু সেই ট্রেনের কামরায় যদি ঘটে ভয়ঙ্কর কিছু? কেমন হয় যদি হঠাৎ মুখোমুখি হয়ে যান সাক্ষাৎ মৃত্যুর!
advertisement
3/11
এমনই একটি ঘটনা দাবানলের মতো এবার ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়! ঘটনাটি ঘটেছে অমৃতসর-ইন্দোর এক্সপ্রেসে। বৃহস্পতিবার এই ট্রেনেই একটি এসি কোচে চড়ে বসেছিলেন দীপক। ভেবেছিলেন আরাম করে বাতানুকূল কোচে চেপে নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু ঘটল এক বিরাট অঘটন।
এমনই একটি ঘটনা দাবানলের মতো এবার ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়! ঘটনাটি ঘটেছে অমৃতসর-ইন্দোর এক্সপ্রেসে। বৃহস্পতিবার এই ট্রেনেই একটি এসি কোচে চড়ে বসেছিলেন দীপক। ভেবেছিলেন আরাম করে বাতানুকূল কোচে চেপে নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু ঘটল এক বিরাট অঘটন।
advertisement
4/11
ট্রেনের এসি কোচ এম-2 এর ৩৮ নম্বর সিটে বসেছিলেন দীপক নামের ওই যাত্রী। ট্রেন মথুরার কাছে আসতেই দেখলেন ৪০ নম্বর সিটের বার্থের নীচে আচমকা কী একটা যেন নড়ছে। ভাল করে লক্ষ্য করতেই যা দেখা গেল সারা শরীর বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল যেন। কী ওখানে?
ট্রেনের এসি কোচ এম-2 এর ৩৮ নম্বর সিটে বসেছিলেন দীপক নামের ওই যাত্রী। ট্রেন মথুরার কাছে আসতেই দেখলেন ৪০ নম্বর সিটের বার্থের নীচে আচমকা কী একটা যেন নড়ছে। ভাল করে লক্ষ্য করতেই যা দেখা গেল সারা শরীর বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল যেন। কী ওখানে?
advertisement
5/11
জানা যাচ্ছে, এসি ট্রেনের ওই বার্থের নীচে একটি সাপের ফণা দেখতে পান দীপক। সাপটি দেখা মাত্রই চেঁচিয়ে ওঠেন দীপক। সারা কামরা জুড়ে শুরু হয়ে যায় হট্টগোল। এরপরেই কোচের ৬০ নম্বর সিটে বসা যাত্রী বুদ্ধি করে তড়িঘড়ি রেল কর্মীদের খবর দেন। ঘটনার পরপরই ট্রেনের অ্যাটেনডেন্টকেও বিষয়টি জানানো হয়।
জানা যাচ্ছে, এসি ট্রেনের ওই বার্থের নীচে একটি সাপের ফণা দেখতে পান দীপক। সাপটি দেখা মাত্রই চেঁচিয়ে ওঠেন দীপক। সারা কামরা জুড়ে শুরু হয়ে যায় হট্টগোল। এরপরেই কোচের ৬০ নম্বর সিটে বসা যাত্রী বুদ্ধি করে তড়িঘড়ি রেল কর্মীদের খবর দেন। ঘটনার পরপরই ট্রেনের অ্যাটেনডেন্টকেও বিষয়টি জানানো হয়।
advertisement
6/11
সাপ দেখার খবর পেতেই সি অ্যান্ড ডব্লিউ কর্মীরা সেখানে পৌঁছন। এরপর তন্নতন্ন করে কর্মীরা অনেকক্ষণ ধরে সাপটিকে খুঁজলেও সাপের দেখা তাঁরা পাননি।
সাপ দেখার খবর পেতেই সি অ্যান্ড ডব্লিউ কর্মীরা সেখানে পৌঁছন। এরপর তন্নতন্ন করে কর্মীরা অনেকক্ষণ ধরে সাপটিকে খুঁজলেও সাপের দেখা তাঁরা পাননি।
advertisement
7/11
উল্টে হেসে উড়িয়ে দিয়ে কর্মীরা বলেন,
উল্টে হেসে উড়িয়ে দিয়ে কর্মীরা বলেন, "শ্রাবণ মাস। তাই হয়ত বাবা মহাদেব দর্শন দিতে এসেছেন, দয়া করে দর্শন করে নিন।" এই কথা বলেই কোচ ছেড়ে চলে যান তাঁরা।
advertisement
8/11
এই ঘটনায় ট্রেনের অপর এক যাত্রী আকাশ সিং জানান যে তিনি তার বন্ধুদের সঙ্গে সাহারানপুর থেকে ইন্দোর যাচ্ছিলেন, ঠিক তখনই ৩৮ নম্বর সিটে বসা যাত্রী দীপক ৩৯ এবং ৪০ নম্বর সিটের নীচে একটি সাপ দেখতে পান। তিনি যাত্রীদের সতর্ক করেন। নিমেষের মধ্যে ট্রেনে সাপের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পুরো কোচে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
এই ঘটনায় ট্রেনের অপর এক যাত্রী আকাশ সিং জানান যে তিনি তার বন্ধুদের সঙ্গে সাহারানপুর থেকে ইন্দোর যাচ্ছিলেন, ঠিক তখনই ৩৮ নম্বর সিটে বসা যাত্রী দীপক ৩৯ এবং ৪০ নম্বর সিটের নীচে একটি সাপ দেখতে পান। তিনি যাত্রীদের সতর্ক করেন। নিমেষের মধ্যে ট্রেনে সাপের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পুরো কোচে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
advertisement
9/11
যাত্রীরা ফের সাপটিকে খুঁজে বার করার দাবি জানালে গোয়ালিয়র রেল স্টেশনে আবারও সাপটির খোঁজে তল্লাশি করা হয়েছিল কিন্তু এবারও সাপটিকে কিন্তু দেখতে পাওয়া যায়নি।
যাত্রীরা ফের সাপটিকে খুঁজে বার করার দাবি জানালে গোয়ালিয়র রেল স্টেশনে আবারও সাপটির খোঁজে তল্লাশি করা হয়েছিল কিন্তু এবারও সাপটিকে কিন্তু দেখতে পাওয়া যায়নি।
advertisement
10/11
এই ঘটনায় ট্রেন ১৩৯-এ ভ্রমণকারী যাত্রী অপূর্ব সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কেন্দ্রীয়রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল মন্ত্রণালয়ের কাছে অভিযোগ জানিয়েছেন।
এই ঘটনায় ট্রেন ১৩৯-এ ভ্রমণকারী যাত্রী অপূর্ব সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কেন্দ্রীয়
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল মন্ত্রণালয়ের কাছে অভিযোগ জানিয়েছেন।
advertisement
11/11
মন্ত্রণালয় অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং জবাবে জানিয়েছে তাঁর অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং জবাবে জানিয়েছে তাঁর অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
advertisement