Pak vs Ban Asia Cup : বাংলাদেশের দৌড় এতটাই! এশিয়া কাপ থেকে 'ছুটি', ৪২ বছর পর ফাইনালে আবার 'পুরনো দুই দল'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pak vs Ban Asia Cup : ভারতের বিপক্ষে গতকাল হার। ফলে এশিয়া কাপে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য ছিল ‘অঘোষিত ফাইনাল’। অবশ্য শুধু বাংলাদেশের জন্য নয়, প্রতিপক্ষ পাকিস্তানেরও একই অবস্থা ছিল। দুবাইয়ে যে দল জিতবে তারাই ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে, হিসেব ছিল এমনই।
দুবাই : যে কোনও টুর্নামেন্টের আগে অকারণ হম্বিতম্বি! খেলায় ফোকাস কম, খেলার বাইরের বাকবিতণ্ডায় যেন বেশি আগ্রহ! মাঠে খেলেন ১১জন বাংলাদেশি, মাঠের বাইরে লড়াইয়ে নেমে পড়েন কয়েক কোটি! তবে বারবার মুখ থুবড়ে পড়েও শিক্ষা নিচ্ছে না বাংলাদেশ। হয়তো আবার ভবিষ্য়তে কোনও টুর্নামেন্টে একইরকম লাফালাফি চলবে বাংলাদেশিদের। তবে আপাতত এশিয়া কাপে টাইগারদের গর্জনের সুযোগ থাকল না। এশিয়া কাপ থেকে ছুটি বাংলাদেশের।
ভারতের বিপক্ষে গতকাল হার। ফলে এশিয়া কাপে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য ছিল ‘অঘোষিত ফাইনাল’। অবশ্য শুধু বাংলাদেশের জন্য নয়, প্রতিপক্ষ পাকিস্তানেরও একই অবস্থা ছিল। দুবাইয়ে যে দল জিতবে তারাই ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে, হিসেব ছিল এমনই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হারল।
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলি অনিক। পাঁজরের চোটের কারণে আজও একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। প্রথম একাদশে আজ তিনটি পরিবর্তন করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, মহাম্মদ সাইফউদ্দিন ও নাসুমকে বাদ দিয়ে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদকে সুযোগ দেওয়া হয়। তবে সহজ কথায় বলতে গেলে, দলের সবাই ফ্লপ।
advertisement
advertisement
গতকাল একটি ক্যাচ মিসের মাশুল দেয় বাংলাদেশ। ‘জীবন’ পাওয়া অভিষেক শর্মার ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের কারণেই ভারতের কাছে ৪১ রানের পরাজয় দেখে বাংলাদেশ। আজও তিনটি ক্যাচ মিস। না হলে পাকিস্তানের সংগ্রহ ১৩৫ রান হত না। ৪৯ রানে ৫ উইকেট তুলে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন রিশাদ হোসেন-তাসকিন আহমেদরা। তবে শেষ পর্যন্ত পাকিস্তান করে ১৩৫।
advertisement
আরও পড়ুন- ‘ভারতকে হারাব’, স্বপ্ন এখনও স্বপ্নই বাংলাদেশের! টাইগারদের লজ্জার হার, টিম ইন্ডিয়া ফাইনালে
শাহীন আফ্রিদির ক্যাচ ফেলেন নুরুল হাসান সোহান ও মেহেদী। অন্যদিকে, তাসকিনের বলে পারভেজ হোসেন ইমনের কাছে জীবন পান নওয়াজ। জঘন্য় ফিল্ডিং, তার থেকেও খারাপ ব্যাটিং। দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে একের পর এক বাংলাদেশি ব্যাটারের প্যাভিলিয়নে ফেরা। সব মিলিয়ে এই বাংলাদেশ ফাইনাল খেললে বরং বেশি অবাক হতে হত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 11:58 PM IST