Noida twin towers demolition: রবিবার বিস্ফোরণে কেঁপে উঠবে নয়ডা, মাটিতে মিশে যাবে জোড়া বহুতল! জানুন কেন এই নির্দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১২ সালে নয়ডা কর্তৃপক্ষ নতুন নির্মাণ নকশা খতিয়ে দেখেন৷ এই নকশা অনুযায়ী ঠিক, নতুন দু'টি টাওয়ার চল্লিশ তলার হবে৷
#নয়ডা: রবিবার বিস্ফোরকের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডার সুপারটেকের ট্যুইন টাওয়ার৷ মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যাবে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আকাশচুম্বী জোড়া বহুতল৷ যার জেরে নির্মাণকারী সংস্থা সুপারটেকের ক্ষতি হবে প্রায় এক হাজার কোটি টাকা৷ শুধুমাত্র বহুতল দু'টি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার খরচই দাড়াচ্ছে ২০ কোটি টাকা৷
কিন্তু কেন ভেঙে ফেলতে হচ্ছে জোড়া বহুতল?
নয়ডার এই বিতর্কিত বহুতল দু'টির নাম অ্যাপেক্স এবং সিয়ানে৷ একটি বহুতলের উচ্চতা ১০৩ মিটার, দ্বিতীয় বহুতলটির উচ্চতা ৯৭ মিটার৷ বহুতল দু'টি ধ্বংসের জন্য হরিয়ানা থেকে ডিনামাইট সহ ৩৭০০ কেজি বিস্ফোরক আনা হয়েছে৷
advertisement
২০০৪ সালে নয়ডায় সুপারটেক এমারেল্ড কোর্ট নামে একটি হাউজিং সোসাইটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর জন্য নয়ডা অথোরিটি সেক্টর ৯৩এ-র চার নম্বর প্লটে ৪৮ হাজার ২৬৩ বর্গ মিটার জায়গা বরাদ্দ করে৷
advertisement
২০০৫ সালে নয়ডা অথোরিটি এমারেল্ড কোর্ট নামে এই হাউজিং সোসাইটিতে ১৪টি টাওয়ার বা বহুতল নির্মাণের অনুমোদন দেয়৷ অনুমোদন অনুযায়ী, টাওয়ারগুলি দশ তলার হওয়ার কথা ছিল৷ সেই মতো ১৪টি টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়৷
আরও পড়ুন: হৃদরোগ নয়, বিষাক্ত পানীয় খাইয়ে খুন করা হয়েছিল বিজেপি নেত্রী সঙ্গীতাকে! দাবি গোয়া পুলিশের
advertisement
২০০৬ সালের জুন মাসে সুপারটেককে লিজ দেওয়া জমির পরিমাণ বাড়িয়ে ৫৪ হাজার ৮১৯.৫১ বর্গ মিটার করা হয়৷ ওই বছরেরই ডিসেম্বর মাসে বহুতলগুলি দশতলার বদলে বারো তলার করার অনুমতি দেয় নয়ডা কর্তৃপক্ষ৷ এ ছাড়াও ওই আবাসন প্রকল্পে অতিরিক্ত দু'টি টাওয়ার এবং একটি শপিং মল নির্মাণের অনুমতি দেওয়া হয়৷
২০১২ সালে নয়ডা কর্তৃপক্ষ নতুন নির্মাণ নকশা খতিয়ে দেখেন৷ এই নকশা অনুযায়ী ঠিক, নতুন দু'টি টাওয়ার চল্লিশ তলার হবে৷
advertisement
২০২১ সালের অগাস্ট মাসে প্রথম বার সুপ্রিম কোর্ট দু'টি বহুতলের মধ্যে ন্যূনতম ছাড় না রাখার অভিযোগে ট্যুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেয়৷ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর প্রদেশ আবাসন আইন অনুসারে ফ্ল্যাট মালিকদের সম্মতি ছাড়াই বেআইনি ভাবে বহুতল দু'টি নির্মাণ করা হয়েছে৷ এই বেআইনি কাজের জন্য নয়ডা কর্তৃপক্ষ এবং সুপারটেকের মধ্যে অশুভ আঁতাঁত তৈরি হয় বলেও রায় দিতে মন্তব্য করে আদালত৷
advertisement
যাঁরা ফ্ল্যাট কিনেছিলেন, তাঁদের অনেকেই আদালতের দ্বারস্থ হন৷ যার ভিত্তিতে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ প্রথমে ঠিক ছিল, এ বছরের মে মাসে বহুতল দু'টি ভেঙে ফেলা হবে৷ পরে সুপ্রিম কোর্ট ২৮ অগাস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়৷ কিন্তু টেকনিক্যাল জটিলতা এবং আবহওয়ার প্রতিকূলতার কথা মাথায় রেখে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়৷ আদালতের নির্দেশ অনুযায়ী, বহুতল দু'টি ভাঙার যাবতীয় খরচও নির্মাণকারী সংস্থা সুপারটেককেই বহন করতে হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2022 9:04 PM IST

