Noida twin towers demolition: রবিবার বিস্ফোরণে কেঁপে উঠবে নয়ডা, মাটিতে মিশে যাবে জোড়া বহুতল! জানুন কেন এই নির্দেশ

Last Updated:

২০১২ সালে নয়ডা কর্তৃপক্ষ নতুন নির্মাণ নকশা খতিয়ে দেখেন৷ এই নকশা অনুযায়ী ঠিক, নতুন দু'টি টাওয়ার চল্লিশ তলার হবে৷

জোড়া বহুতল ভেঙে ফেলার প্রস্তুতি শেষ৷ Photo-PTI
জোড়া বহুতল ভেঙে ফেলার প্রস্তুতি শেষ৷ Photo-PTI
#নয়ডা: রবিবার বিস্ফোরকের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডার সুপারটেকের ট্যুইন টাওয়ার৷ মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যাবে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আকাশচুম্বী জোড়া বহুতল৷ যার জেরে নির্মাণকারী সংস্থা সুপারটেকের ক্ষতি হবে প্রায় এক হাজার কোটি টাকা৷ শুধুমাত্র বহুতল দু'টি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার খরচই দাড়াচ্ছে ২০ কোটি টাকা৷
কিন্তু কেন ভেঙে ফেলতে হচ্ছে জোড়া বহুতল?
নয়ডার এই বিতর্কিত বহুতল দু'টির নাম অ্যাপেক্স এবং সিয়ানে৷ একটি বহুতলের উচ্চতা ১০৩ মিটার, দ্বিতীয় বহুতলটির উচ্চতা ৯৭ মিটার৷ বহুতল দু'টি ধ্বংসের জন্য হরিয়ানা থেকে ডিনামাইট সহ ৩৭০০ কেজি বিস্ফোরক আনা হয়েছে৷
advertisement
২০০৪ সালে নয়ডায় সুপারটেক এমারেল্ড কোর্ট নামে একটি হাউজিং সোসাইটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর জন্য নয়ডা অথোরিটি সেক্টর ৯৩এ-র চার নম্বর প্লটে ৪৮ হাজার ২৬৩ বর্গ মিটার জায়গা বরাদ্দ করে৷
advertisement
২০০৫ সালে নয়ডা অথোরিটি এমারেল্ড কোর্ট নামে এই হাউজিং সোসাইটিতে ১৪টি টাওয়ার বা বহুতল নির্মাণের অনুমোদন দেয়৷ অনুমোদন অনুযায়ী, টাওয়ারগুলি দশ তলার হওয়ার কথা ছিল৷ সেই মতো ১৪টি টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়৷
advertisement
২০০৬ সালের জুন মাসে সুপারটেককে লিজ দেওয়া জমির পরিমাণ বাড়িয়ে ৫৪ হাজার ৮১৯.৫১ বর্গ মিটার করা হয়৷ ওই বছরেরই ডিসেম্বর মাসে বহুতলগুলি দশতলার বদলে বারো তলার করার অনুমতি দেয় নয়ডা কর্তৃপক্ষ৷ এ ছাড়াও ওই আবাসন প্রকল্পে অতিরিক্ত দু'টি টাওয়ার এবং একটি শপিং মল নির্মাণের অনুমতি দেওয়া হয়৷
২০১২ সালে নয়ডা কর্তৃপক্ষ নতুন নির্মাণ নকশা খতিয়ে দেখেন৷ এই নকশা অনুযায়ী ঠিক, নতুন দু'টি টাওয়ার চল্লিশ তলার হবে৷
advertisement
২০২১ সালের অগাস্ট মাসে প্রথম বার সুপ্রিম কোর্ট দু'টি বহুতলের মধ্যে ন্যূনতম ছাড় না রাখার অভিযোগে ট্যুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেয়৷ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর প্রদেশ আবাসন আইন অনুসারে ফ্ল্যাট মালিকদের সম্মতি ছাড়াই বেআইনি ভাবে বহুতল দু'টি নির্মাণ করা হয়েছে৷ এই বেআইনি কাজের জন্য নয়ডা কর্তৃপক্ষ এবং সুপারটেকের মধ্যে অশুভ আঁতাঁত তৈরি হয় বলেও রায় দিতে মন্তব্য করে আদালত৷
advertisement
যাঁরা ফ্ল্যাট কিনেছিলেন, তাঁদের অনেকেই আদালতের দ্বারস্থ হন৷ যার ভিত্তিতে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ প্রথমে ঠিক ছিল, এ বছরের মে মাসে বহুতল দু'টি ভেঙে ফেলা হবে৷ পরে সুপ্রিম কোর্ট ২৮ অগাস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়৷ কিন্তু টেকনিক্যাল জটিলতা এবং আবহওয়ার প্রতিকূলতার কথা মাথায় রেখে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়৷ আদালতের নির্দেশ অনুযায়ী, বহুতল দু'টি ভাঙার যাবতীয় খরচও নির্মাণকারী সংস্থা সুপারটেককেই বহন করতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Noida twin towers demolition: রবিবার বিস্ফোরণে কেঁপে উঠবে নয়ডা, মাটিতে মিশে যাবে জোড়া বহুতল! জানুন কেন এই নির্দেশ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement