অনন্তের জন্য দুবাইয়ে ৮০ মিলিয়ন ডলারের বাড়ি কিনলেন মুকেশ, নয়া সংযোজন আম্বানিদের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
নিজের ছোট ছেলে অনন্তের জন্য এই অট্টালিকা কিনেছেন তাঁরা। এই বাড়ির ভিতরে ১০টি শোওয়ার ঘর রয়েছে। আছে একটি ব্যক্তিগত স্পা। বাড়ির বাইরে এবং ভিতরে স্যুইমিং পুলও রয়েছে।
#দুবাই: দুবাইয়ের পাম জুমেইরাতে সব থেকে মূল্যবান বাড়ি কিনলেন মুকেশ আম্বানি। যার অর্থমূল্য প্রায় ৮০ মিলিয়ন ডলার। যার ছাদ থেকে পারস্য উপসাগরের অপূর্ব দৃশ্য দেখা যায়। সূত্রের খবর, এই বাড়ি ক্রয়ের কথা আম্বানি পরিবার প্রকাশ্যে আনতে চাইছে না।
তার পরেও যেটুকু জানা গিয়েছে, নিজের ছোট ছেলে অনন্তের জন্য এই অট্টালিকা কিনেছেন তাঁরা। এই বাড়ির ভিতরে ১০টি শোওয়ার ঘর রয়েছে। আছে একটি ব্যক্তিগত স্পা। বাড়ির বাইরে এবং ভিতরে স্যুইমিং পুলও রয়েছে।
advertisement
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, আম্বানিদের ৯৩.৩ বিলিয়ন ডলারের সম্পত্তির তিনজন উত্তরাধিকারীর একজন ছোট ছেলে অনন্ত। বিশ্বের ১১ তম ধনী ব্যক্তি, ৬৫ বছর বয়সি মুকেশ একে একে নিজের সম্পত্তিগুলি সন্তানদের ভাগ করে দিচ্ছেন।
advertisement
আম্বানিরা এই বাড়িটিকে মনের মতো সাজানোর জন্য এবং এর সুরক্ষা নিশ্চিত করতে আরও কয়েক কোটি টাকা ব্যয় করবেন। দীর্ঘদিনের আম্বানির সহকারী পরিমল নাথওয়ানি এই ভিলার পরিচালনার দায়িত্বে রয়েছেন।
শোনা যাচ্ছে, প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম এবং বলি তারকা শাহরুখ খান খুব তাড়াতাড়ি দুবাইয়ে আম্বানিদের প্রতিবেশী হতে চলেছেন।
advertisement
যদিও আম্বানিরা নিজেদের মুম্বইয়ের বাড়ি ছেড়ে আসবেন না। সেখানে তাঁদের প্রাসাদে তিনটি হেলিপ্যাডের বন্দোবস্ত রয়েছে। ২৭ তলার আবাসনে রয়েছে ৫০ জন বসে সিনেমা দেখার জন্য একটি প্রেক্ষাগৃহ, ন'টি লিফ্ট, একটি বলরুম এবং ১৬৮টি গাড়ি রাখার গাড়ি বারান্দা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2022 1:47 PM IST