তবে সকলের থেকে উজ্জ্বল ছিলেন রাধিকা। প্রথম বার তিনি একা এত বড় মঞ্চে ভারতনাট্যম পরিবেশন করলেন। এই অনুষ্ঠানটি তাঁর এবং তারঁ গুরু ভাবনা ঠাকরের সাফল্য চিহ্নিত করেছে। যিনি রাধিকাকে ৮ বছরেরও বেশি সময় ধরে ভরতনাট্যমে প্রশিক্ষণ দিয়েছেন। আজকে সেই শিষ্যের 'অরঙ্গেত্রম' অনুষ্ঠিত হল। এর মাধ্যমে রাধিকা এক নতুন জগতে পা রাখলেন। গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকল। নীতা আম্বানিও ভারতনাট্যমে প্রশিক্ষিত।
গুরু ভাবনা ঠাকারের কাছে নৃত্য প্রশিক্ষণ নিয়েছেন রাধিকা। ভাবনা ঠাকারের শ্রী নিবাস আর্টসের ছাত্রী তিনি। বহু বছর ধরে নাচ শেখার পরে প্রথম বার নিজের অনুষ্ঠানে নাচ করেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তাকে বলা হয় 'আরঙ্গেত্রম'। ২৭ বছরের রাধিকার 'আরঙ্গেত্রম' অনুষ্ঠিত হল মুম্বইয়ের 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এর 'দ্য গ্র্যান্ড থিয়েটার'-এ। রবিবার, ৫ জুন অর্থাৎ আজ সন্ধ্যা ৬টায়।