Sangita Phogat Murder: হৃদরোগ নয়, বিষাক্ত পানীয় খাইয়ে খুন করা হয়েছিল বিজেপি নেত্রী সঙ্গীতাকে! দাবি গোয়া পুলিশের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#পানাজি: টিকটক তারকা এবং বিজেপি নেত্রী সঙ্গীতা ফোগটের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ হৃদরোগে আক্রান্ত, ইচ্ছাকৃত ভাবে মাত্রাতিরিক্ত পরিমাণে ড্রাগের প্রয়োগ করে সঙ্গীতাকে খুন করা হয়েছে বলে দাবি করল গোয়া পুলিশ৷ সঙ্গীতার দুই সহযোগী জোর করে তাঁকে এই ওষুধ খাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ পুলিশের৷
কয়েকদিন আগেই গোয়ায় শ্যুটিংয়ের কাজে গিয়ে মৃত্যু হয় সঙ্গীতার৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর৷ যদিও কয়েকদিনের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করল গোয়া পুলিশ৷
গোয়া পুলিশের আইজি ওমভির সিং জানিয়েছেন, তদন্ত চলাকালীন প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ভিডিও ফুটেজ থেকেই খুনের বিষয়ে নিশ্চিত হয়েছেন তাঁরা৷ ঘটনার দিন রাতে নিজের দুই সহযোগী সুধীর সাঙ্গওয়ান এবং সুখবিন্দর সিংয়ের সঙ্গে একটি নাইট ক্লাবে ছিলেন সঙ্গীতা৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গোয়ার আনজুনার একটি নাইট ক্লাবে সুধীর এবং সুখবিন্দরের সঙ্গে পার্টি করছেন সঙ্গীতা৷ ঘটনাস্থল থেকে পাওয়া একাধিক ভিিডওতে পরিষ্কার দেখা গিয়েছে, জোর করে সঙ্গীতার মুখে একটি পানীয় ঢেলে দিচ্ছেন এক অভিযুক্ত৷ এর পরেই বাথরুমের দিকে দৌড়ে যেতে দেখা যায় সঙ্গীতাকে৷
advertisement
গোয়া পুলিশের ওই শীর্ষ কর্তার দাবি, হেফাজতে নিয়ে জেরা করার পর দুই অভিযুক্ত স্বীকার করেছে, সঙ্গীতার পানীয়ের মধ্যে মারণ রাসায়নিকের মিশ্রণ যোগ করে তাঁকে খাওয়ানো হয়৷ এর পর ভোর চারটে নাগাদ যখন সঙ্গীতা নিজেকে আর সামলাতে পারছিলেন না, তখনই তিনি বাথরুমের দিকে ছুটে যান৷ সেখানেই দু' ঘণ্টা আটকে ছিলেন তিনি৷ এর পরে কী হয় তা অবশ্য দুই অভিযুক্ত পুলিশকে জানায়নি৷
advertisement
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নাইট ক্লাব থেকে হোটেলে ফেরার পর মৃত্যু হয় সঙ্গীতার৷ ঠিক কী ধরনের মিশ্রণ সঙ্গীতাকে দেওয়া হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ যে ট্যাক্সিতে করে তিন জন হোটেলে ফিরেছিলেন, তাঁর চালককেও জেরা করছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2022 1:12 AM IST

