Sangita Phogat Murder: হৃদরোগ নয়, বিষাক্ত পানীয় খাইয়ে খুন করা হয়েছিল বিজেপি নেত্রী সঙ্গীতাকে! দাবি গোয়া পুলিশের

Last Updated:
বিজেপি নেত্রী সঙ্গীতা ফোগট৷ Photo-Twitter
বিজেপি নেত্রী সঙ্গীতা ফোগট৷ Photo-Twitter
#পানাজি: টিকটক তারকা এবং বিজেপি নেত্রী সঙ্গীতা ফোগটের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ হৃদরোগে আক্রান্ত, ইচ্ছাকৃত ভাবে মাত্রাতিরিক্ত পরিমাণে ড্রাগের প্রয়োগ করে সঙ্গীতাকে খুন করা হয়েছে বলে দাবি করল গোয়া পুলিশ৷ সঙ্গীতার দুই সহযোগী জোর করে তাঁকে এই ওষুধ খাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ পুলিশের৷
কয়েকদিন আগেই গোয়ায় শ্যুটিংয়ের কাজে গিয়ে মৃত্যু হয় সঙ্গীতার৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর৷ যদিও কয়েকদিনের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করল গোয়া পুলিশ৷
গোয়া পুলিশের আইজি ওমভির সিং জানিয়েছেন, তদন্ত চলাকালীন প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ভিডিও ফুটেজ থেকেই খুনের বিষয়ে নিশ্চিত হয়েছেন তাঁরা৷ ঘটনার দিন রাতে নিজের দুই সহযোগী সুধীর সাঙ্গওয়ান এবং সুখবিন্দর সিংয়ের সঙ্গে একটি নাইট ক্লাবে ছিলেন সঙ্গীতা৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গোয়ার আনজুনার একটি নাইট ক্লাবে সুধীর এবং সুখবিন্দরের সঙ্গে পার্টি করছেন সঙ্গীতা৷ ঘটনাস্থল থেকে পাওয়া একাধিক ভিিডওতে পরিষ্কার দেখা গিয়েছে, জোর করে সঙ্গীতার মুখে একটি পানীয় ঢেলে দিচ্ছেন এক অভিযুক্ত৷ এর পরেই বাথরুমের দিকে দৌড়ে যেতে দেখা যায় সঙ্গীতাকে৷
advertisement
গোয়া পুলিশের ওই শীর্ষ কর্তার দাবি, হেফাজতে নিয়ে জেরা করার পর দুই অভিযুক্ত স্বীকার করেছে, সঙ্গীতার পানীয়ের মধ্যে মারণ রাসায়নিকের মিশ্রণ যোগ করে তাঁকে খাওয়ানো হয়৷ এর পর ভোর চারটে নাগাদ যখন সঙ্গীতা নিজেকে আর সামলাতে পারছিলেন না, তখনই তিনি বাথরুমের দিকে ছুটে যান৷ সেখানেই দু' ঘণ্টা আটকে ছিলেন তিনি৷ এর পরে কী হয় তা অবশ্য দুই অভিযুক্ত পুলিশকে জানায়নি৷
advertisement
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নাইট ক্লাব থেকে হোটেলে ফেরার পর মৃত্যু হয় সঙ্গীতার৷ ঠিক কী ধরনের মিশ্রণ সঙ্গীতাকে দেওয়া হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ যে ট্যাক্সিতে করে তিন জন হোটেলে ফিরেছিলেন, তাঁর চালককেও জেরা করছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sangita Phogat Murder: হৃদরোগ নয়, বিষাক্ত পানীয় খাইয়ে খুন করা হয়েছিল বিজেপি নেত্রী সঙ্গীতাকে! দাবি গোয়া পুলিশের
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement