মোদি সরকারের জনধন-আয়ুষ্মান ভারতের প্রশংসায় নোবেলজয়ী অভিজিত্‍

Last Updated:

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনধন যোজনা, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রশংসাই করলেন৷ জানালেন, আগামী দিনের জন্য এই আইডিয়াগুলি ভালোই৷

#নয়াদিল্লি: কেন্দ্রের নোটবন্দি সিদ্ধান্তের তীব্র সমালোচনা শোনা গিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা করুণ অবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনধন যোজনা, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রশংসাই করলেন৷ জানালেন, আগামী দিনের জন্য এই আইডিয়াগুলি ভালোই৷
শনিবার একটি অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 'দূর ভবিষ্যতে আয়ুষ্মান ভারতের মতো স্কিম মানুষকে বাঁচাবে৷ প্রধানমন্ত্রী জনধন যোজনাও ভবিষ্যতে মানুষের টাকা জমাতে সাহায্য করবে৷ প্রচুর মানুষ ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন৷'
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি NYAY নামে একটি স্কিমের ঘোষণা করেছিলেন৷ ভোটে কংগ্রেস জিতলে, ওই স্কিম চালু করা হবে বলে জানানো হয়েছিল৷ সেই NYAY স্কিমের কনসেপ্টে তথ্য দিয়ে সাহায্য করেছিলেন অভিজিত্‍৷ NYAY স্কিমের সাহায্যে, দেশের গরিবতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন রাহুল গান্ধি৷ অর্থাত্‍, মাসে মাসে ৬ হাজার টাকা৷ ওই টাকা পরিবারের কোনও একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল৷
advertisement
advertisement
আরও ভিডিও: নোবেল জিতেছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি সরকারের জনধন-আয়ুষ্মান ভারতের প্রশংসায় নোবেলজয়ী অভিজিত্‍
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement