সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, দাবি হাই কমিশনার আব্দুল বসিতের

Last Updated:

ফের একবার পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেন পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বসিত ৷

#ইসলামাবাদ: পাক জঙ্গি ঘাঁটি ধ্বংসে ভারতের করা সার্জিক্যাল অ্যাটাককে প্রথম থেকেই অস্বীকার করে আসছে পাকিস্তান ৷ বুধবার ফের একবার পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেন পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বসিত ৷ তিনি জানান সীমান্তে কেবল গুলি বর্ষণ হয়েছে ৷
একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘সার্জিক্যাল স্ট্রাইক হয়ে থাকলে তার যোগ্য উত্তর দিত পাকিস্তান ৷ তিনি জানান, সীমান্ত ভারতীয় সেনারা কেবল গুলি বর্ষ করেছেন ৷’
সার্জিক্যাল স্ট্রাইক থেকে পাকিস্তানের কাছে কী বার্তা পৌঁছেছে জিজ্ঞাসা করাতে বসিত জানান যখন কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি তখন এই প্রশ্নের কোনও মানে নেই ৷
advertisement
advertisement
উরি হামলার প্রতিবাদে ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেয় ভারত ৷ ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে একে একে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপও সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ সার্ক-এর অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলি সার্ক সম্মেলন বয়কট করায় সম্মেলন বাতিল করতে বাধ্য হয় ইসলামাবাদ ৷ আগামী ৯ ও ১০ তারিখ ইসলামাবাদে সংঘটিত হবে না সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক)-এর ১৯তম সম্মেলন ৷ এই বিষয়ে তিনি জানান  আগামী বছর পাকিস্তানে সার্ক সম্মেলন আয়োজন করা হবে বলে আত্মবিশ্বাসী পাকিস্তান ৷
advertisement
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লাগাতার জঙ্গি হানা প্রতিরোধ করতে গত ২৯ সেপ্টেম্বর ভোর আড়াইটে নাগাদ সীমান্ত পেরিয়ে পাক ভূমিতে ঢোকে সেনা বাহিনী ৷ ভিমবের, হটস্প্রিং সেল এবং লিপা সেক্টরে হামলা চালিয়ে মোট পাক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় ভারতীয় জওয়ানেরা ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে ৫০০ মিটার থেকে ২কিমি পর্যন্ত অভিযানে জঙ্গিদের অন্তত আটটি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় ৷ সেনাবাহিনী সূত্রে খবর, এই অভিযানে অন্তত ৩০ থেকে ৪০ জন জঙ্গির মৃত্যু হয় ৷ পরে তারা জানায়, এই অভিযানে দু’জন পাক সেনারও মৃত্যু হয়েছে ৷
advertisement
প্রথম থেকে সার্জিক্যাল অ্যাটাক নিতে দ্বৈত মানসিকতা দেখিয়েছে পাকিস্তান ৷ কখনও হুঙ্কার দিয়েছে, অন্যায়ভাবে সার্জিক্যাল অপারেশন চালিয়ে খুব বড় ভুল করেছে ভারত ৷ এর জবাব দেবে পাক সেনা ৷ আবার কখনও দাবি করেছে ইসলামাবাদের দাবি, কোনও সার্জিক্যাল অ্যাটাক হয়নি ৷ এমনকী নকল ভিডিও প্রকাশ করেও ভারতকে বিশ্বের সামনে মিথ্যেবাদী প্রমাণ করার ভ্রান্ত প্রচেষ্টা চালিয়ে গিয়েছে পাকিস্তান ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, দাবি হাই কমিশনার আব্দুল বসিতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement