কে‌ন্দ্রের অনুমতি ছাড়া অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে FIR নয়, স্পষ্ট মত আদালতের

Last Updated:

তার উত্তরেই আদালত বৃহস্পতিবার জানিয়ে দিল, ‘‌নির্দিষ্ট কর্তৃপক্ষের থেকে কোনওরকম অনুমতি না নিয়েই এই আবেদন করা হয়েছে।

#‌নয়াদিল্লি:‌ শাহিনবাগে সিএএ ও এনআরসি বিরোধী প্রতিবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বিজেপি সাংসদ পরবেশ ভার্মা বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, এই অভিযোগে FIR দায়ের করতে চেয়ে আদালতে গিয়েছিলেন সিপিএমের দুই নেতৃত্ব। সিপিএমের বৃন্দা কারাতের করা সেই আবেদন নাকচ করে দিল দিল্লির একটি আদালত। অতিরিক্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশাল পাহুজা জানিয়ে দিলেন কেন্দ্রের অনুমতি ছাড়া FIR করা যাবে না। সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত ও কেএম তিওয়ারি একটি আবেদন আদালতে জমা করেছিলেন। সেখানে দিল্লি পুলিশকে অনুরাগ ঠাকুর ও পরবেশ ভার্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে বলা হয়।
তার উত্তরেই আদালত বৃহস্পতিবার জানিয়ে দিল, ‘‌নির্দিষ্ট কর্তৃপক্ষের থেকে কোনওরকম অনুমতি না নিয়েই এই আবেদন করা হয়েছে। সেই কারণেই এই পদক্ষেপ করার বা নির্দেশ দেওয়ার আবেদন আইন মোতাবেক নয়। তাই আদালত এই আবেদন খারিজ করে দিচ্ছে।’‌ বৃন্দা কারাত অভিযোগ করেছিলেন, অনুরাগ ঠাকুর ও পরবেশ ভার্মা তাঁদের বক্তব্যের মাধ্যমে মানুষকে উষ্কানি দিয়েছেন। যে কারণে দিল্লিতে দুটি প্রতিবাদ মঞ্চেই গুলি চলেছিল। বৃন্দা কারাত জানিয়েছিলেন, দিল্লির পুলিশ কমিশনার ও পার্লামেন্ট স্ট্রিট থানায় চিঠি লেখার পরেও কোনও উত্তর না পাওয়ায় তিনি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত জানুয়ারি মাসের ২৯ ও ৩১ তারিখে তিনি দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি লেখেন, ফেব্রুয়ারি মাসের ২ তারিখে পার্লামেন্ট স্ট্রিট থানায় লেখেন। যার কোনওটারই তিনি উত্তর পাননি বলেন জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কে‌ন্দ্রের অনুমতি ছাড়া অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে FIR নয়, স্পষ্ট মত আদালতের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement