Bihar Politics: শপথ নিয়েই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন নীতীশ, উপমুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী

Last Updated:

Bihar Politics: নীতীশের পূর্বতন জোটসঙ্গী বিজেপি যে মন্ত্রিসভার পদগুলি পেয়েছিল, সেগুলিই চলে যেতে চলেছে আরজেডি-র হাতে।

নীতীশ-তেজস্বীর শপথ গ্রহণ
নীতীশ-তেজস্বীর শপথ গ্রহণ
#পটনা: অষ্টম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার। বুধবার তিনি নতুন করে শপথ নিলেন। এ বারে বিজেপির সঙ্গ ছেড়ে তিনি যোগ দিয়েছেন আরজেডি, কংগ্রেসের সঙ্গে। সেই নতুন সরকারের হয়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেজস্বী যাদব। এদিন শপথ গ্রহণের পর নীতীশ কুমার বলেন, ''প্রধানমন্ত্রী পদ নিয়ে আমার কোনও লোভ নেই। আমি সেই প্রত্যাশাও করি না। বরং বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করার জন্যই কাজ করে যাব।''
সূত্রের খবর, হঠাৎ করে বিহারে তৈরি হওয়া মন্ত্রিসভা তৈরি হতে পারে আগের ফর্মুলাতেই। অর্থাৎ নীতীশের পূর্বতন জোটসঙ্গী বিজেপি যে মন্ত্রিসভার পদগুলি পেয়েছিল, সেগুলিই চলে যেতে চলেছে আরজেডি-র হাতে। আর জেডিইউ-এর যে পদগুলি ছিল, সেগুলি থাকছে নীতীশের দলের বিধায়কদের হাতেই।
advertisement
advertisement
তবে আরজেডির সঙ্গে নীতীশের ফের এই মেলবন্ধন কিন্তু সহজ ছিল না। যখন কংগ্রেস এবং আরজেডির সঙ্গে মহাজোট ভেঙে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার তখন একটি দুর্নীতির মামলায় অভিযুক্ত তেজস্বী যাদবের বিরুদ্ধে বেশ কিছু কঠোর মন্তব্য করেছিলেন তিনি। ২০১৭ সালের জুলাইয়ে জোট ভাঙার পর নীতীশ বলেছিলেন, “আমার দমবন্ধ হয়ে আসছিল, আমার বিবেক আমায় নাড়া দিয়েছে... অন্য কোনও উপায় ছিল না।” যাদবদের ইঙ্গিত করে নীতীশ বলেছিলেন, “এই ধনের অবস্থান না নিলে আমি ভুল করব, আমি এই ধরনের রাজনীতি করি না।”
advertisement
সেই নীতীশই গতকাল রাজভবন থেকে বেরিয়ে নীতীশ বলেন, 'মহাজোটের সব দল পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে৷' জেডিইউ, আরজেডি, কংগ্রেস সহ মহাজোটে মোট সাতটি দল রয়েছে৷ নীতীশকে স্বস্তি দিয়ে তাঁকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়ে দিয়েছে জীতেন রাম মাঝির দল হাম৷ এ ছাড়াও একজন নির্দল প্রার্থীও নীতীশ-তেজস্বী সরকারকে সমর্থন জানিয়েছেন৷ ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন৷ তার থেকে অনেক বেশি সংখ্যক বিধায়কের সমর্থন নিয়ে নিশ্চিন্ত মনে ফের মসনদে বসলেন নীতীশ৷
advertisement
নীতীশ যখন ফের একবার পটনার মসনদে বসলেন, তখন বসে নেই বিজেপি-ও৷ আচমকা এই ধাক্কা সামাল দিতে দলের রণকৌশল ঠিক করতে আজই পটনায় দলের বিধায়ক, সাংসদ, বিধান পরিষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব৷ ইতিমধ্যেই দিল্লি থেকে পটনায় পৌঁছে গিয়েছেন বিজেপি-র বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Politics: শপথ নিয়েই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন নীতীশ, উপমুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement