Nitish Kumar: জেডিইউ ভাঙতে চেয়েছেন অমিত শাহ, অভিযোগ নীতীশের, 'বিশ্বাসঘাতক' বলে পালটা আক্রমণ বিজেপির
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
BJP JDU Alliance: কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জনতা দল (ইউনাইটেড)-কে ভাঙার জন্য নিরলস চেষ্টা করছেন বলে উদ্বিগ্ন ছিলেন নীতিশ কুমার
#পটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিশ্বাসঘাতক। আকস্মিক জোটভঙ্গের সিদ্ধান্তে এবং বিরোধীদের সঙ্গে জুড়ে যাওয়াতে নীতীশের বিরুদ্ধে রাজ্যের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে বিজেপির বিহার শাখা। পটনায় এক সাংবাদিক সম্মেলনে বিহার বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়াল জানান, বিহারের মানুষ নীতীশ কুমারকে “কখনো ক্ষমা করবে না।” “আমরা ২০২০ সালের নির্বাচনে এনডিএর অধীনে একসঙ্গে লড়াই করেছি, জনগণের রায় ছিল জেডি(ইউ) এবং বিজেপির পক্ষেই। আমরা আরও বেশি আসন জিতেছিলাম, যদিও নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করা হয়। আজ যা কিছু ঘটেছে তা বিহারের জনগণ এবং বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা,” বলেন সঞ্জয় জয়সওয়াল।
তাঁদের দল জেডিইউকে দুর্বল করার চেষ্টার অভিযোগে বিজেপির সঙ্গে জোট ভঙ্গ করেন নীতীশ কুমার। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জনতা দল (ইউনাইটেড)-কে ভাঙার জন্য নিরলস চেষ্টা করছেন বলে উদ্বিগ্ন ছিলেন নীতিশ কুমার মঙ্গলবার বিকেল ৪ টেয় রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব এবং তাঁকে সমর্থনকারী অন্যান্য দলের নেতারা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং বিহারে দলের বড় মুখ গিরিরাজ সিং জানান, তাঁর দল বিজেপি জোট ধর্ম অনুসরণ করে চলে, ফলত জোট ভাঙার সিদ্ধান্ত নীতীশ কুমারের।
advertisement
advertisement
“আমরা সবসময় জোটের ধর্ম অনুসরণ করেছি এবং জোটের মর্যাদা বজায় রেখেছি। আমাদের ৬৩ জন বিধায়ক ছিল, ওদের ছিল ৩৬ জন ছিল, তাও আমরা তাঁকেই মুখ্যমন্ত্রী করেছিলাম। আজ মনে হচ্ছে নীতীশ বাজার করতে এসেছেন,” বলেন গিরিরাজ।
advertisement
বিহারে বিজেপির বরিষ্ঠ নেতারা এই জোটবিভক্তি নিয়ে আলোচনা করতে পটনায় যাচ্ছেন। বৈঠকে থাকবেন সুশীল কুমার মোদি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিজেপিকে দ্বিতীয়বার সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আসার আগে নীতীশ কুমার দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন। পদত্যাগপত্র দেওয়ার জন্য এদিন বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। “আমি পদত্যাগ করেছি এবং আমি আমার বিধায়কদের এই বিষয়ে অবহিত করেছি,” রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের বলেন তিনি।
Location :
First Published :
August 09, 2022 6:03 PM IST