Union Budget 2023: উজ্জ্বল লাল কালো যুগলবন্দিতে জ্যামিতিক নক্সা, দক্ষিণী হ্যান্ডলুম শাড়িতে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার

Last Updated:

FM Nirmala Sitharaman: বাজেট পেশ করার দিন তিনি সাধারণত বেছে নেন উজ্জ্বল বর্ণের বিশেষ কোনও হ্যান্ডলুম শাড়ি৷ দেশের কোনও প্রান্তের বয়নশিল্পীদের হাতে বোনা শাড়ি তিনি পরেন বাজেট পেশের দিন৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হ্যান্ডলুম শাড়িপ্রীতির কথা বহুচর্চিত
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হ্যান্ডলুম শাড়িপ্রীতির কথা বহুচর্চিত
নয়াদিল্লি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হ্যান্ডলুম শাড়িপ্রীতির কথা বহুচর্চিত৷ বছরভর তো বটেই৷ বিশেষ করে বাজেট পেশ করার দিন তিনি সাধারণত বেছে নেন উজ্জ্বল বর্ণের বিশেষ কোনও হ্যান্ডলুম শাড়ি৷ দেশের কোনও প্রান্তের বয়নশিল্পীদের হাতে বোনা শাড়ি তিনি পরেন বাজেট পেশের দিন৷ বাজেটের পাশাপাশি এ বারও আকর্ষণ চরমে ছিল তাঁর শাড়ির ধরন নিয়েও৷
২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট পেশ করার দিন, বুধবার নির্মলা বেছে নিয়েছেন উজ্জ্বল লাল ও কালোর যুগলবন্দিতে হ্যান্ডলুম শাড়ি৷ লাল জমিনের সঙ্গে চওড়া কালো টেম্পল পাড়, অর্থাৎ যে ধরনের পাড়ে থাকে মন্দিরের চূড়ার মোটিফ৷ শাড়ির পাড়ে আছে জরির ছোয়াঁও৷ এছাড়াও শাড়িতে ছড়িয়ে আছে সূক্ষ্ম কসুটি কাজ৷ সুতোয় বোনা এই কসুটি কাজ বিখ্যাত দক্ষিণ ভারতের কর্নাটকে৷ হিন্দিতে কসিদা মানে সূঁচ সুতোর কাজ বা এম্ব্রয়ডারি৷ কন্নড় ভাষায় কসুটি শব্দের অর্থও একই৷ সে রাজ্যের বেলগাঁও, হুবলি, বিজাপুর, ধারওয়াড় অঞ্চল বিখ্যাত এই সুতোর কাজের জন্য৷ কসুটি নক্সার বিশেষত্ব হল এর জ্যামিতিক প্যাটার্নে৷
advertisement
শাড়ির জমিনে জ্যামিতিক নক্সার সঙ্গে পাড়ে থাকে গোপুরম, রথ, ফুল ও পশুপাখির মোটিফ৷ সাধারণত চার ধরনের সেলাইয়ের ফোঁড়-গাবন্তী, মার্গি, নেগি ও মেন্থিতে ফুটিয়ে তোলা হয় কসুটি প্যাটার্ন৷ বিয়ের কনে বা অন্যান্য অতিথির সাজে এই শাড়ি খুবই সমাদৃত৷ চালুক্য রাজবংশের সময়কাল থেকে হয়ে আসা এই নক্সা আগে রেশমের সুতোয় বোনা হত সুতির উপর৷ এখন অবশ্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এই শাড়ি নিয়ে৷
advertisement
advertisement
বুধবার এই শাড়ির সঙ্গে নির্মলা পরেছিলেন ছোট্ট লাল টিপ এবং হাতে সোনার বালা৷ এর আগেও তিনি দক্ষিণী শাড়ি পরেছেন বাজেট পেশ করার সময়৷ ২০১৯ সালে তাঁর জীবনে প্রথম বাজেট পেশ করার দিন তিনি পরেছিলেন গোলাপি রঙের শাড়িতে সরু জরির পাড় মঙ্গলগিরি৷ অন্ধ্রপ্রদেশে বড় হয়ে ওঠা নির্মলা সেদিন বেছে নিয়েছিলেন নিজের রাজ্যের হ্যান্ডলুমই৷
advertisement
তার পরের বছর ২০২০ সালে অর্থমন্ত্রীর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের সিল্ক৷ সঙ্গে হাল্কা আকাশি রঙা সরু পাড়৷
২০২১-এ তিনি পরেছিলেন লাল-সাদা পচমপল্লী শাড়ি৷ ঐতিহ্যবাহী সেই দক্ষিণী শাড়িতে ছিল ইক্কত মোটিফ৷ ভারতের ‘সিল্ক সিটি’ বা রেশম প্রদেশ বলে পরিচিত তেলেঙ্গানার বিখ্যাত শাড়ি পচমপল্লী৷
advertisement
গত বছর অর্থাৎ ২০২২-এও তাঁর শাড়ি নজর কেড়ে নিয়েছিল৷ সে বার তিনি পরেছিলেন রাস্ট ও মেরুনের কম্বিনেশনের বোমকাই৷ বয়নশিল্পের প্রথম সারিতে থাকা বোমকাই ওড়িশার হ্যান্ডলুম এবং এই শাড়ির বিশেষত্ব সুতোর কাজে বা সূচিশিল্পে৷ সুতি ও সিল্ক-দু ধরনের মাধ্যমেই তৈরি হয় বোমকাই৷
advertisement
শাড়ির সঙ্গে এদিন নির্মলার হাতে ছিল লাল ডিজিটাল ট্যাবলেট৷ হ্যান্ডলুম শাড়ির ধারা একইরকম থাকলেও বাজেটে পেশের এই মাধ্যমে অবশ্য পরিবর্তন এসেছে৷ আগে লাল শালুতে মোড়া বাজেট নিয়ে আসতেন নির্মলা৷ অতিমারি পরবর্তী সময়ে গত বছর থেকে তাঁর বাজেট পেশ করার মাধ্যম ডিজিটাল ট্যাবলেট৷
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2023: উজ্জ্বল লাল কালো যুগলবন্দিতে জ্যামিতিক নক্সা, দক্ষিণী হ্যান্ডলুম শাড়িতে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement