Nirbhaya Like Case: বিয়েবাড়ির রান্না ছড়িয়ে দিল গোটা বাসের মধ্যে, রডটা বার করল ঢুকিয়ে দিল সজোরে, কঁকিয়ে উঠল ছেলেটি, শরীরটাকে ভোগ করে ছুঁড়ে দিল রাস্তায়

Last Updated:

Nirbhaya Like Case: বাসে পড়েছিল বিয়ে বাড়ির খাবার, এই অপরাধে চালক ও সাগরেদরা মিলে ২২ বছরের শরীরের গোপনাঙ্গে করল চরম আঘাত

৭ কিলোমিটার ধরে নির্যাতন, যুবকের শরীরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়
৭ কিলোমিটার ধরে নির্যাতন, যুবকের শরীরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়
নয়াদিল্লি:  দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া ফের রাজধানীর বুকেই৷  নক্কারজনক এই যৌন নির্যাতন করে খুন উত্তর ও উত্তর-পশ্চিম দিল্লিতে একটি চলন্ত বাস থেকে ২২ বছর বয়সী যুবককে মারধর করে নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারি। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি নরেলার বাসিন্দা এবং বিয়ে ও অনুষ্ঠানে রান্নার কাজ করতেন।  ১ ফেব্রুয়ারি নিহত যুবক ও এক বন্ধু সুলতানপুর ডাবাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, এমন সময় এ ঘটনা ঘটে।
বাসটি বাওয়ানা চকের কাছে পৌঁছলে যুবকের হাত থেকে খাবার পুরো বাসে ছিটিয়ে যায়, যার কারণে বাসচালক আশীষ ক্ষুব্ধ হন। এরপর বাসচালক ওই যুবকের বন্ধুকে বাওয়ানা চকে নামিয়ে দেন। এরপর  ড্রাইভার ও তার সহযোগীদের নিয়ে ওই যুবককে নির্মমভাবে মারধর করতে শুরু করে৷
advertisement
advertisement
৭ কিলোমিটার ধরে নির্যাতন
পুলিশ জানিয়েছে যে তদন্তে জানা গেছে যে বাস চালক আশিস, তার সঙ্গী সুশান্ত এবং অন্য একজন ওই যুবককে শারীরিক নিগ্রহ করে৷  পুলিশ জানিয়েছে, ‘বাসের ভিতরে তারা প্রথমে ওই ব্যক্তিকে গালিগালাজ ও মারধর শুরু করে। বর্তমানে পলাতক চালক আশু ওরফে আশিস একটি রড বের করে গোপনাঙ্গের  ভেতরে ঢুকিয়ে দেয়। অভিযুক্ত তার সঙ্গীকে গাড়ি চালাতে বলেন এবং লোকটি অজ্ঞান না হওয়া পর্যন্ত তিনি তাকে প্রায় ১৫ মিনিট ধরে যৌন নির্যাতন চলতে থাকে। বাওয়ানা ফ্লাইওভারের কাছে বাস থেকে ছুড়ে ফেলার আগে তারা ৭ কিলোমিটার গাড়ি চালিয়েছিল। সেই পুরো সময়টা ধরেই এই নির্যাতন চলতে থাকে৷
advertisement
রহস্য উদঘাটন করল পুলিশ
২ ফেব্রুয়ারি বাওয়ানা ফ্লাইওভারের কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া যায়। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের ভাইয়ের দায়ের করা একটি নিখোঁজ রিপোর্টের তদন্ত করছিল পুলিশ৷  পুলিশের অভিযোগে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি রাতে কাজ থেকে বাড়ি ফেরেননি গয়ার ভাই। তদন্তে জানা যায়, নিখোঁজ ব্যক্তি বাসের ভিকটিম যুবক। এরপর পুলিশ নিহতের বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, সেই বাসে ঘটে যাওয়া নৃশংসতার পুরো ঘটনাটি বিবরণ দেয়৷
advertisement
ময়নাতদন্ত ও পুলিশ তদন্ত
বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে মৃতের ময়নাতদন্ত করা হয়, যেখানে চিকিৎসকরা বলেছিলেন যে তার গোপনাঙ্গে গুরুতর আঘাত রয়েছে। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে সুশান্ত শর্মাকে। বাসের চালক আশিস ওরফে আশু ও অপর আসামি পলাতক। তাদের খোঁজে ব্যস্ত পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nirbhaya Like Case: বিয়েবাড়ির রান্না ছড়িয়ে দিল গোটা বাসের মধ্যে, রডটা বার করল ঢুকিয়ে দিল সজোরে, কঁকিয়ে উঠল ছেলেটি, শরীরটাকে ভোগ করে ছুঁড়ে দিল রাস্তায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement