Admit Card for Madhyamik Exam: ভীষণ চিন্তা, জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই অ্যাডমিট কার্ড না নিয়েই পরীক্ষা হলে, সর্বনাশ আটকে দিলেন পুলিশ কাকু...
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Admit Card for Madhyamik Exam: অ্যাডমিট কার্ড না নিয়েই পরীক্ষাকেন্দ্রে পরিক্ষার্থী,পুলিশ করল সহযোগিতা
আলিপুরদুয়ার: পরীক্ষা কেন্দ্রে এসেছে অথচ আ্যডমিট কার্ড আনেনি সে। পুলিশের সহযোগিতায় অবশেষে আ্যডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে সেই পরীক্ষার্থী।
আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া চা বাগানের বাসিন্দা ও চুয়াপাড়া হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী নিকিতা মুণ্ডা। তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে কালচিনি ইউনিয়ন আ্যকাডেমিতে। এদিন সকালে সে পরীক্ষা কেন্দ্রে আসে। কিন্ত এসে দেখে আ্যডমিট কার্ড সে আনেনি। কি করবে আর না করবে তা বুঝে না পেয়ে বিষয়টি সেখানে উপস্থিত কালচিনি থানার ওসি গৌরব হাঁসদাকে ছাত্রী বিষয়টি জানায়।এরপরেই মেয়েটির থেকে তার পরিবারের সদস্যের ফোন নম্বর নিয়ে ফোন করেন তিনি।
advertisement
advertisement
জানা যায় অ্যাডমিট কার্ড বাড়িতে নেই। এরপর তার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়, জানা যায় অ্যাডমিট কার্ড সেখানে আছে।ত ৎক্ষানাত উদ্যোগ নিয়ে এক পুলিশ কর্মীকে চুয়াপাড়া হাই স্কুলে পাঠানো হয়। সেখান থেকে আ্যডমিট কার্ড সংগ্ৰহ করে নিয়ে আসে পুলিশ কর্মী।
advertisement
যথা সময়ে ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে।এই বিষয়ে কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানান, “মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভয় কাজ করে পরীক্ষার্থীদের মনে। এই পরীক্ষার্থীর সঙ্গেও তাই হয়েছে। তবে পুলিশ সবসময় নিজের কাজ করছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2025 1:10 PM IST






