বারাণসীতে জারি নাইট কার্ফু, স্কুল-কলেজ-সহ বন্ধ থাকবে কোচিং সেন্টার

Last Updated:

রাত ৯টা থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে ৷ সকালে ৬টা পর্যন্ত লাগু থাকবে কার্ফু বলে মনে করা হচ্ছে ৷

#বারাণসী: করোনার জেরে কানপুর ও লখনউয়ের এবার বারাণসীতেও বৃহস্পতিবার থেকে নাইট কার্ফু জারি করা হবে ৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহামারি অধিনিয়ম অনুযায়ী ৭ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ রাত ৯টা থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে ৷ সকালে ৬টা পর্যন্ত লাগু থাকবে কার্ফু বলে মনে করা হচ্ছে ৷
নাইট কার্ফু ছাড়া চিকিৎসা, নার্সিং এবং প্যারা মেডিকেল সংস্থা ছেড়ে সমস্ত সরকারি, বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও কোচিং সংস্থা বন্ধ থাকবে ৷ কেবল পরীক্ষা ও প্র্যাক্টিকেল পরীক্ষার সময় বিদ্যালয় ও মহাবিদ্যালয় খোলার ছাড় দেওয়া হয়েছে ৷ সমস্ত পার্ক, স্টেডিয়াম সকালে ও বিকেলে কিছু ঘণ্টার জন্য খোলা থাকবে ৷
এর পাশাপাশি পারিবারিক সামাজিক আয়োজন ও ধার্মিক আয়োজন ছাড়া ৫ জনের বেশি কাউকে রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না ৷ গঙ্গার ঘাটে আরতি কম স্তরে হবে এবং সেখানে সাধারণ মানুষকে উপস্থিত থাকতে দেওয়া হবে না ৷
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, লখনউ ও কানপুরের মতো বারাণসীতে লাগাতার ৫০০-র বেশি জন করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এই সমস্ত জেলায় কড়া বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বারাণসীতে জারি নাইট কার্ফু, স্কুল-কলেজ-সহ বন্ধ থাকবে কোচিং সেন্টার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement