NIA Files Chargesheet: মুন্দ্রা বন্দর থেকে ৩০০০ কেজি হেরোইন উদ্ধার কাণ্ডে ১১ মাস বাদে চার্জশিট ফাইল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই মামলায় আফগানিস্তানের বাসিন্দা সহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে৷
#আহমেদাবাদ: দেশের সন্ত্রাস দমন সংস্থা এনআইএ মঙ্গলবার জানিয়েছে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে মুন্দ্রা বন্দর থেকে ৩০০০ কেজি হেরোইন উদ্ধারের ঘটনায়৷ এই মামলায় আফগানিস্তানের বাসিন্দা সহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে৷ গত বছর সেপ্টেম্বরে মুন্দ্রা বন্দর থেকে ৩০০০ কেজি হেরোইন উদ্ধার হয়েছিল৷ সেই কেসেই সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করল এনআইএ৷
একটি সরকারিভাবে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, এনআইএ -র চার্জশিট ফাইল করা হয়েছে আহমেদাবাদের স্পেশাল কোর্টে , অভিযুক্তরা যারা আন্তর্জাতিক পাচারচক্রের অংশ , যারা হেরোইন স্মাগলিং করে আফগানিস্তান থেকে ভারতে এনেছিল৷ যা পরে পঞ্জাব, দিল্লি, গুজরাত , উত্তরপ্রদেশ এবং অন্য রাজ্যে ছড়িয়ে যেত৷
আরও পড়ুন - Weather Update: প্যাচপ্যাচে জঘন্য গরমে হাঁসফাঁস, বেলা বাড়লে বৃষ্টি, উত্তরে ব্যাপক বর্ষণ, রইল ওয়েদার আপডেট
advertisement
advertisement
এজেন্সি যাদের অভিযুক্ত করেছে সেই ৯ জন হল আফগানিস্তানের জন্নত গুল কাকের, মুজাহিদ শিনওয়ারি, শামি উল্লাহ, মহম্মদ লাল কাকের, সরাবজিৎ সিং-র সহযোগী শেট্টি, বলবিন্দর সিং, জসবীর সিং পঞ্জাবের, ইমতিয়াজ আহমেদ, ইমরান আহমেদ -উত্তরপ্রদেশের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 9:07 AM IST