News18 Opinion Polls: নিউজ 18 ওপিনিয়ন পোল: কর্নাটক-রাজস্থান-অসমে গেরুয়া ঝড়! সব নজর এখন বাংলা-মহারাষ্ট্রের দিকে

Last Updated:

News18 Mega Opinion Polls: নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষা অনুযায়ী, অসমের মোট ১৪ টি লোকসভা আসনের মধ্যে ১২টি-ই পাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷

দেশে ফের মোদি ঝড়!
দেশে ফের মোদি ঝড়!
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার প্রথম ধাপের মতোই, দ্বিতীয় ধাপের ফল আসতেই আন্দাজ পাওয়া গেল এ বারের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল কী রকম হতে চলেছে৷ নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট আসন্ন লোকসভা নির্বাচনে কর্ণাটকে ২৮ আসনের মধ্যে ২৫টি আসন জিততে পারে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ার জন্য তিনটি আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পোল সমীক্ষায় এনডিএ-র পক্ষে ৫৮ শতাংশ, ইন্ডিয়ার পক্ষে ৩৫% এবং অন্যদের জন্য ৭% ভোট ভাগের পূর্বাভাস দেওয়া হয়েছে।
নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষা অনুযায়ী, অসমের মোট ১৪ টি লোকসভা আসনের মধ্যে ১২টি-ই পাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷ অন্যদিকে, জনমত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস এবং বিজেপি বিরোধী দল ইন্ডিয়া জোট পাচ্ছে শূন্য৷ অন্যদিকে, অসমের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (AIUDF) পেতে পারে ১টি৷ নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষা অনুযায়ী, অসমের বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF) আসন্ন লোকসভা নির্বাচনে পেতে পারে ১টি আসন৷
advertisement
অপরদিকে, রাজস্থানে ২৫ আসনের ২৫টি আসনই পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ইন্ডিয়ার ভাগ্যে নেই কোনও আসন।
advertisement
নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, তেলঙ্গানায় এবার ১৭ টি লোকসভা আসনে ৮টি এনডিএ, ৬টি ইন্ডিয়া ও ৩টি আসন অন্যান্য পাবে। অন্যান্যদের মধ্যে বিআরএস ২টি ও আইমিম ১টি আসন পাবে।
ফলে বেশিরভাগ রাজ্যের যখন গেরুয়া ঝড় দেখা যাচ্ছে। ফলে এখন নজর বাংলা ও মহারাষ্ট্রের দিকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Opinion Polls: নিউজ 18 ওপিনিয়ন পোল: কর্নাটক-রাজস্থান-অসমে গেরুয়া ঝড়! সব নজর এখন বাংলা-মহারাষ্ট্রের দিকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement