Crime News: চরম নৃশংস! সদ্যোজাত যমজ সন্তানের গলা কেটে হত্যা মায়ের! কারণ জানলে শিউরে উঠবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Crime News: অভিযুক্ত মহিলার স্বামী কর্মরত সৌদি আরবে। তিন মাস আগে দীর্ঘ দিন পর তিনি কর্মক্ষেত্র থেকে পুঞ্চে ফেরেন। কিছু দিন পরই যমজ সন্তানদের জন্ম দেয় তাঁর স্ত্রী।
পুঞ্চ: এক মায়ের নৃশংস আচরণে হতবাক উপত্যকা। অভিযোগ, জম্মু কাশ্মীরে সীমান্তবর্তী জেলা পুঞ্চের স্থানীয় বাসিন্দা এক তরুণী গলা কেটে খুন করেছে তার সদ্যোজাত যমজ সন্তানকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত মহিলার স্বামী সন্তানের পিতৃত্বের দাবি অস্বীকার করেন। এর পর দাম্পত্য বিবাদকে কেন্দ্র করে তার পরই সদ্যোজাত সন্তানদের হত্যা করে মা। ধারণা পুলিশের।
অভিযুক্ত মহিলার স্বামী কর্মরত সৌদি আরবে। তিন মাস আগে দীর্ঘ দিন পর তিনি কর্মক্ষেত্র থেকে পুঞ্চে ফেরেন। কিছু দিন পরই যমজ সন্তানদের জন্ম দেয় তাঁর স্ত্রী। এর পরই স্ত্রীকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান স্বামী। অভিযোগ করেন, ওই যমজ সন্তান তাঁর নয়। এমনকি, পুলিশের কাছেও তিনি অভিযোগ জানান স্ত্রীর বিরুদ্ধে। তাঁর দাবি, অবৈধ সম্পর্ক থেকে সন্তানের মা হয়েছে স্ত্রী।
advertisement
আরও পড়ুন : উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি! কতদিন চলবে প্রবল বর্ষণ? জানুন মেগা আপডেট
তদন্তকারী পুলিশের ধারণা, জটিলতা বাড়তে পারে এই আশঙ্কায় এর পর বাড়ির কাছে মাঠে নিয়ে গিয়ে যমজ সন্তানকে খুন করে মা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি মহিলা একা নয়। তার স্বামীও এই জোড়া খুনের ঘটনায় জড়িত।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে অভিযুক্ত মহিলা জেরায় নিজের যমজ সন্তানকে খুন করার অপরাধ স্বীকার করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2024 11:13 PM IST