New Delhi Station Stampede: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Last Updated:

১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে আচমকা হাজার হাজার মানুষ ট্রেন ধরতে জড়ো হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর৷

শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ছবি৷
শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ছবি৷
নয়াদিল্লি: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটল৷ মৃতদের মধ্যে অন্তত ১০ জন মহিলা এবং ৩ জন শিশুও রয়েছে বলে খবর৷ আরও অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ ট্রেন ধরতে জড়ো হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর৷ আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷
এই দুর্ঘটনার পর এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার খবরে আমি মর্মাহত৷ এই ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷ এই দুর্ঘটনায় হতাহত প্রত্যেকের পাশে প্রশাসন সবরকম ভাবে রয়েছে৷’
advertisement
advertisement
advertisement
ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ কীভাবে পদপিষ্ট হওয়ার মতো এমন পরিস্থিতি নয়াদিল্লি স্টেশনে তৈরি হল, তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক৷
যাত্রীদের পোস্ট করা যে সমস্ত ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে দুর্ঘটনার ঠিক আগে নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়েছে৷ যদিও এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর প্রথমে রেলমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো কোনও ঘটনাই নাকি ঘটেনি৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও সমাজমাধ্যমে দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
New Delhi Station Stampede: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement