New Delhi Station Stampede: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে আচমকা হাজার হাজার মানুষ ট্রেন ধরতে জড়ো হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর৷
নয়াদিল্লি: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটল৷ মৃতদের মধ্যে অন্তত ১০ জন মহিলা এবং ৩ জন শিশুও রয়েছে বলে খবর৷ আরও অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ ট্রেন ধরতে জড়ো হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর৷ আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷
এই দুর্ঘটনার পর এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার খবরে আমি মর্মাহত৷ এই ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷ এই দুর্ঘটনায় হতাহত প্রত্যেকের পাশে প্রশাসন সবরকম ভাবে রয়েছে৷’
advertisement
advertisement
Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.
— Narendra Modi (@narendramodi) February 15, 2025
advertisement
ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ কীভাবে পদপিষ্ট হওয়ার মতো এমন পরিস্থিতি নয়াদিল্লি স্টেশনে তৈরি হল, তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক৷
যাত্রীদের পোস্ট করা যে সমস্ত ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে দুর্ঘটনার ঠিক আগে নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়েছে৷ যদিও এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর প্রথমে রেলমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো কোনও ঘটনাই নাকি ঘটেনি৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও সমাজমাধ্যমে দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2025 2:29 AM IST