Subhas Chandra Bose’s Resignation Letter: কেমন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতের লেখা? নথির প্রতিলিপি প্রকাশ IFS অফিসারের..মুহূর্তে ভাইরাল পোস্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যদিও প্রবীণ কাসওয়ানের পোস্ট করা এই চিঠি বা নথিটির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ তবে, নথিটি ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়ায় রাখা একটি নথির প্রতিলিপি বলে এর ঐতিহাসিক তাৎপর্যের সত্যতা সম্পর্কে বহুল প্রচার করা হয়েছে৷
নয়াদিল্লি: চব্বিশ বছরের তরতাজা তরুণ৷ অসম্ভব মেধাবী৷ একবারের চেষ্টাতেই চতুর্থ হয়ে পাশ করে ফেলেছেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস৷ সাবেক আইসিএস৷ কিন্তু, না৷ তিনি জানতেন, তাঁর দায়িত্ব এর চেয়ে অনেক বেশি৷ দেশমাতৃকার স্বাধীনতার লক্ষ্যে আরও বড় কাজ অপেক্ষা করছে তাঁর জন্য৷ তাই সফল, নিশ্চিত ভবিষ্যতের হাতছানি এড়িয়েই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে৷ নতুন পাওয়া চাকরিতে অবলীলায় দিয়েছিলেন ইস্তফা৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই ইতিহাস আমাদের সকলেরই জানা৷ সম্প্রতি, সামনে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজের হাতে লেখা সেই ইস্তফাপত্রের ছবি৷ ছবিটি শেয়ার করেছেন প্রবীণ কাসওয়ান নামের এক আইএফএস অফিসার৷ সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল সেই পোস্ট৷
প্রবীণ কাসওয়ানের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তৎকালীন সেক্রেটারি অফ স্টেট এডওইন মন্টেগুকে উদ্দেশ্য করে নিজের ইস্তফাপত্র লিখেছেন নেতাজি৷ তাতে লেখা, তিনি চান, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের শিক্ষানবিশদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক৷
আরও পড়ুন: দিল্লিতে বৃষ্টি…বিহারে শৈত্যপ্রবাহ! কাঁপছে গোটা উত্তর ভারত, কী হবে পশ্চিমবঙ্গে? এল পূর্বাভাস
১৯২১ সালের ২২ এপ্রিল লেখা সেই চিঠিতে নেতাজি জানাচ্ছেন, শিক্ষানবিশ হিসাবে তিনি ১০০ পাউন্ড পেয়েছিলেন ইংরেজ সরকারের কাছ থেকে, যা তিনি ইস্তফাপত্র গ্রহণ হওয়ার সাথে সাথে সরকারকে ফেরত দিতে চান৷
advertisement
advertisement
Handwritten letter of Netaji Subhash Chandra Bose pic.twitter.com/19SvbRY9mp
— Kiren Rijiju (@KirenRijiju) December 2, 2022
On April 22, 1921 #SubhashChandra #Bose resigned from Indian Civil Service to participate in Freedom struggle. For a greater cause.
He was 24 years old then. His original resignation letter. Remembering Netaji on his birth anniversary. pic.twitter.com/cAeAPyOiPB
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 23, 2024
advertisement
মাত্র ২৪ বছর বয়সি কোনও তরুণের এমন ঋজু মনোভাব আরও একবার স্তম্ভিত করেছে নেটিজেনদের৷ ওই আইএঅফএস অফিসার তাঁর পোস্টে লিখেছেন, ‘১৯২১ সালের ২২ এপ্রিল, সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য ইন্ডিয়ান সিভিস সার্ভিসের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন৷ আরও বড় দায়িত্বপালনের জন্য৷’
আরও পড়ুন: হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস…২৫ গাড়িতে ১২৫ জন CRPF! এবার সব প্রস্তুতি নিয়েই শাহজাহানের বাড়িতে ইডি
যদিও প্রবীণ কাসওয়ানের পোস্ট করা এই চিঠি বা নথিটির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ তবে, নথিটি ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়ায় রাখা একটি নথির প্রতিলিপি বলে এর ঐতিহাসিক তাৎপর্যের সত্যতা সম্পর্কে বহুল প্রচার করা হয়েছে৷
advertisement
তবে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ২০২২ সালের ১ ডিসেম্বর নেতাজির হাতে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন৷ সেই পোস্টটিও দেওয়া হল এই প্রতিবেদনে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
January 24, 2024 11:15 AM IST