IMD Weather Update: দিল্লিতে বৃষ্টি...বিহারে শৈত্যপ্রবাহ! কাঁপছে গোটা উত্তর ভারত, কী হবে পশ্চিমবঙ্গে? এল পূর্বাভাস
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিহারের তীব্র ঠান্ডার মুখোমুখি হচ্ছেন বাসিন্দারা। হরিয়াণা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। হাড় কাঁপানো শীতের কবলে মানুষ। পাশাপাশি, কুয়াশার দাপট থাকায় যানবাহন চলাচলও বিপর্যস্ত।
ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ৷ হাড় কাঁপানো ঠান্ডার পরিস্থিতি কবে ঠিক হবে? উত্তর খুঁজছেন সাধারণ মানুষ৷ আইএমডি-র রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনও উত্তর ভারতের পাশাপাশি দেশের মধ্য ও পূর্বাঞ্চলে অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে বিহার। হরিয়াণা ও উত্তরপ্রদেশেও তীব্র শীতের কনকনানি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকায় হাল্কা বৃষ্টি হবে।
advertisement
advertisement
দিল্লি এবং আশেপাশের অঞ্চলগুলি গত কয়েক সপ্তাহ ধরে তীব্র ঠান্ডার পরিস্থিতি অনুভূত হয়েছে। ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গুরুত্বপূর্ণ কাজ না হলে পারতপক্ষে বাড়ি থেকে বেরচ্ছেন না মানুষ। রাস্তাতেও স্বাভাবিকের চেয়ে কম ভিড়। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে সড়ক ও রেলপথের পাশাপাশি বিমান চলাচলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ট্রেনই নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে।
advertisement
advertisement
advertisement
এদিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে আজ কার্যত মেঘলা আকাশ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। উপকূল ও ওড়িশা সংলগ্ন চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা এলাকায় বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হবে কলকাতাতেও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
advertisement
কলকাতায় এক রাতে ৫ ডিগ্রি পারদ চড়ল। রাতের তাপমাত্রা এর ফলে অনেকটাই বেড়েছে। সামান্য বাড়ল দিনের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠলেও সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচেই রয়েছে। দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। শহরে হালকা বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। দু’দিন পর ফের তাপমাত্রা নামতে পারে।