NDA Meet: 'মোদির কাজে খুশি হয়েই এনডিএ-তে ফিরছে শরিক দলগুলি' আত্মবিশ্বাসী জেপি নাড্ডা

Last Updated:

NDA Meet: নাড্ডা বলেন, "গত ৯ বছরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্তিশালী নেতৃত্ব পেয়েছি। সারা দেশ তাঁর প্রশংসা করছে। দেশজুড়ে একটা ইতিবাচক আবহ তৈরি হয়েছে।"

ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
নয়াদিল্লি : অন্যের দুর্বলতা নয়, মোদি সরকারের ৯ বছরে উন্নয়নমূলক কাজকেই হাতিয়ার করে লোকসভা নির্বাচনে লড়বে বিজেপি। এনডিএর বৈঠকের আগে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “গত ৯ বছরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্তিশালী নেতৃত্ব পেয়েছি। সারা দেশ তাঁর প্রশংসা করছে। দেশজুড়ে একটা ইতিবাচক আবহ তৈরি হয়েছে। গোটা বিশ্ব নরেন্দ্র মোদির প্রশংসা করছে।”
নাড্ডা জানান, এখনও পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৮ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের। ডিজিটাল মাধ্যমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে স্বচ্ছতা এসেছে। মঙ্গলবার এন ডি এ দলগুলির বৈঠক। এখনও পর্যন্ত ৩৮ টি দল বৈঠকে যোগ দেবে বলে দাবি করেন জেপি নাড্ডা। নয়াদিল্লিতে এন ডি এ দলগুলির বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বেঙ্গালুরুতে শুরু হয়েছে বিরোধী দলের বৈঠক। দ্বিতীয় দফায় আলোচনার অ্যাজেন্ডা, কর্মসূচি তৈরি হয়ে গিয়েছে। বিরোধী জোটের আলাদা নামকরণ করে ‘ইন্ডিয়া’ আখ্যা দিয়েছে এই জোট। বেঙ্গালুুরু বৈঠকের আগের দিনই মমতা-সনিয়া সৌজন্য সাক্ষাৎ হয়৷ বিজেপি বিরোধী দলগুলির বৈঠকের আগে নৈশভোজে যোগ দিতে বেঙ্গালুরু গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
সোমবার বিকেলে সেই আগমনের সূত্র ধরেই মমতার সঙ্গে সাক্ষাৎ হল সনিয়া গান্ধির৷ ২০২১ সালের জুলাই মাসের পর ২০২৩ সালের জুলাই মাসে ফের মুখোমুখি হলেন সনিয়া-মমতা৷ এদিন মমতাকে উষ্ণ অভ্যর্থনা জানান সনিয়া গান্ধি৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিতরে নিয়ে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও সঙ্গে ছিলেন ডি কে শিবকুমার৷ উল্লেখ্য, যে কর্মসূচি রয়েছে, তাতে সোমবার বেঙ্গালুরুতে এই সৌজন্যমূলক সাক্ষাৎকারে যোগ দিলেও নৈশভোজে নাও থাকতে পারেন মুখ্যমন্ত্রী৷ এখানে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি ফিরে যাবেন৷ তৃণমূলের হয়ে নৈশভোজে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক’ও ব্রায়েন৷
advertisement
২০২১-এর জুলাই মাসে শেষ বার দিল্লিতে এসে মমতা দশ জনপথে গিয়ে সনিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন। রাহুল গান্ধিও ছিলেন সেই বৈঠকে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছিল, সব বিরোধীদের বৈঠকে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত পালন করার ক্ষেত্রে কংগ্রেসের আগ্রহ দেখা যায়নি। এর পরে গোয়া বা মেঘালয়ের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী দেওয়া নিয়ে দুই দলের মধ্যে দূরত্ব বাড়ে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NDA Meet: 'মোদির কাজে খুশি হয়েই এনডিএ-তে ফিরছে শরিক দলগুলি' আত্মবিশ্বাসী জেপি নাড্ডা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement