হোম /খবর /দেশ /
জেলবন্দি স্বামীর জন্য মন ছুঁয়ে যাওয়া বার্তা সিধুর ক্যানসার আক্রান্ত স্ত্রীর

Navjot Sidhu's Wife Diagnosed With Cancer: জেলবন্দি স্বামীর জন্য মন ছুঁয়ে যাওয়া বার্তা নভজ্যোত সিং সিধুর ক্যানসার আক্রান্ত স্ত্রীর

রাজনীতিক তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর স্ত্রী স্টেজ টু ইনভেসিভ ক্যানসারে আক্রান্ত

রাজনীতিক তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর স্ত্রী স্টেজ টু ইনভেসিভ ক্যানসারে আক্রান্ত

Navjot Sidhu's Wife Diagnosed With Cancer: নভজ্যোত কৌরের কথায় তিনি প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করছেন। এবং সিধুর থেকেও বেশি যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন

  • Share this:

পাতিয়ালা : রাজনীতিক তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর স্ত্রী স্টেজ টু ইনভেসিভ ক্যানসারে আক্রান্ত। ট্যুইটারে নিজের অসুস্থতার কথা শেয়ার করেছেন সিধুপত্নী নভজ্যোত কৌর। লিখেছেন " তিনি (নভজ্যোত সিং সিধু) এ সময়ে কারাগারে বন্দি এমন এক অপরাধের দায়ে, যেটা তিনি করেনইনি।" নভজ্যোত কৌরের কথায় তিনি প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করছেন। এবং সিধুর থেকেও বেশি যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন।

এর পর আরও একটি ট্যুইট করে তিনি লেখেন 'তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু বার বার তুমি প্রাপ্য ন্যায় থেকে বঞ্চিত হয়েছো। সত্য শক্তিশালী। কিন্তু বার বার তোমার পরীক্ষা নিচ্ছে। কলিযুগ।' সেদিন তাঁর অস্ত্রোপচার, সে কথাও লেখেন নভজ্যোত কৌর। তাঁর নিজের কথায়, 'কেউ এর জন্য দায়ী নয়। কারণ এটাই ঈশ্বরের ইচ্ছে। নিখুঁত।'

আরও পড়ুন : তাঁদের 'প্রদীপ দা'-র মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড, শোকবার্তায় উজাড় স্মৃতি

প্রসঙ্গত গত বছরের মে মাস থেকে নভজ্যোত সিং সিধু জেলবন্দি। আপাতত তাঁর ঠিকানা পাতিয়ালা সেন্ট্রাল জেল। ৩৪ বছরের পুরনো গুরনাম সিং হত্যার মামলায় সুপ্রিম কোর্টে তিনি দোষী প্রমাণিত হন। তাঁর স্ত্রীর অসুস্থতার সংবাদে উদ্বেগ প্রকাশ করেন পঞ্জাবে কংগ্রেসের প্রেসিডেন্ট অমরিন্দর সিং রাজা। সিধুর স্ত্রীর উদ্দেশে তিনি লেখেন 'আপনাকে অস্ত্রোপচার করাতে হচ্ছে জেনে আমি দুঃখিত। তবে সৌভাগ্যক্রমে অসুস্থতা সঠিক সময়ে ধরা পড়েছে। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।'

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Navjot Sidhu