Navjot Sidhu's Wife Diagnosed With Cancer: জেলবন্দি স্বামীর জন্য মন ছুঁয়ে যাওয়া বার্তা নভজ্যোত সিং সিধুর ক্যানসার আক্রান্ত স্ত্রীর

Last Updated:

Navjot Sidhu's Wife Diagnosed With Cancer: নভজ্যোত কৌরের কথায় তিনি প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করছেন। এবং সিধুর থেকেও বেশি যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন

রাজনীতিক তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর স্ত্রী স্টেজ টু ইনভেসিভ ক্যানসারে আক্রান্ত
রাজনীতিক তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর স্ত্রী স্টেজ টু ইনভেসিভ ক্যানসারে আক্রান্ত
পাতিয়ালা : রাজনীতিক তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর স্ত্রী স্টেজ টু ইনভেসিভ ক্যানসারে আক্রান্ত। ট্যুইটারে নিজের অসুস্থতার কথা শেয়ার করেছেন সিধুপত্নী নভজ্যোত কৌর। লিখেছেন " তিনি (নভজ্যোত সিং সিধু) এ সময়ে কারাগারে বন্দি এমন এক অপরাধের দায়ে, যেটা তিনি করেনইনি।" নভজ্যোত কৌরের কথায় তিনি প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করছেন। এবং সিধুর থেকেও বেশি যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন।
এর পর আরও একটি ট্যুইট করে তিনি লেখেন 'তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু বার বার তুমি প্রাপ্য ন্যায় থেকে বঞ্চিত হয়েছো। সত্য শক্তিশালী। কিন্তু বার বার তোমার পরীক্ষা নিচ্ছে। কলিযুগ।' সেদিন তাঁর অস্ত্রোপচার, সে কথাও লেখেন নভজ্যোত কৌর। তাঁর নিজের কথায়, 'কেউ এর জন্য দায়ী নয়। কারণ এটাই ঈশ্বরের ইচ্ছে। নিখুঁত।'
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত গত বছরের মে মাস থেকে নভজ্যোত সিং সিধু জেলবন্দি। আপাতত তাঁর ঠিকানা পাতিয়ালা সেন্ট্রাল জেল। ৩৪ বছরের পুরনো গুরনাম সিং হত্যার মামলায় সুপ্রিম কোর্টে তিনি দোষী প্রমাণিত হন। তাঁর স্ত্রীর অসুস্থতার সংবাদে উদ্বেগ প্রকাশ করেন পঞ্জাবে কংগ্রেসের প্রেসিডেন্ট অমরিন্দর সিং রাজা। সিধুর স্ত্রীর উদ্দেশে তিনি লেখেন 'আপনাকে অস্ত্রোপচার করাতে হচ্ছে জেনে আমি দুঃখিত। তবে সৌভাগ্যক্রমে অসুস্থতা সঠিক সময়ে ধরা পড়েছে। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Navjot Sidhu's Wife Diagnosed With Cancer: জেলবন্দি স্বামীর জন্য মন ছুঁয়ে যাওয়া বার্তা নভজ্যোত সিং সিধুর ক্যানসার আক্রান্ত স্ত্রীর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement