Pradeep Sarkar Demise: তাঁদের 'প্রদীপ দা'-র মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড, শোকবার্তায় উজাড় স্মৃতি

Last Updated:

Pradeep Sarkar Demise : বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী সময়ে রাত ৩.৩০ মিনিট নাগাদ প্রয়াত হন 'পরিণীতা'-র পরিচালক

চলে গেলেন পরিচালক প্রদীপ সরকার
চলে গেলেন পরিচালক প্রদীপ সরকার
মুম্বই : বলিউডে ফের ইন্দ্রপতন। চলে গেলেন পরিচালক প্রদীপ সরকার। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী সময়ে রাত ৩.৩০ মিনিট নাগাদ প্রয়াত হন 'পরিণীতা'-র পরিচালক। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য অন্যান্য ছবির মধ্যে অন্যতম লগা চুনরি মেঁ দাগ, মর্দানী এবং হেলিকপ্টার ইলা। জানা গিয়েছে তাঁর ডায়লাসিস চলছিল। শরীরে মাত্রাতিরিক্তভাবে কমে গিয়েছিল পটাশিয়ামের পরিমাণ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় রাত তিনটে নাগাদ। সেখানেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার বিকেল চারটের সময় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ টিনসেল টাউন।
অভিনেত্রী নীতু চন্দ্র সংবাদমাধ্যমে প্রদীপ সরকারের প্রয়াণ সংবাদ জানান সংবাদমাধ্যমে। তিনি বলেন, প্রদীপ সরকারই তাঁর অভিনেত্রী জীবনের প্রথম পরিচালক। কলেজজীবনে নীতু একটি জুতোর বিজ্ঞাপনে কাজ করেছিলেন প্রদীপের সঙ্গে। বিজ্ঞাপনী ছবির নির্মাতা থেকে সিনেমা পরিচালক হওয়া প্রদীপ এবং তাঁর স্ত্রী মধুর খুব ঘনিষ্ঠ ছিলেন নীতু। প্রসঙ্গত মধুর কাছ থেকেই তিনি প্রদীপের মৃত্যু সংবাদ জানতে পারেন।
advertisement
জনপ্রিয় বিজ্ঞাপনী ছবি, মিউজিক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পাওয়ার পর প্রদীপ সরকার তাঁর প্রথম সিনেমা পরিণীত পরিচালনা করেন ২০০৫ সালে। তাঁদের প্রিয় 'প্রদীপ দাকে' ভুলতে পারছেন না বলিউডের তারকারা। সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক হনসল মেহতা।
advertisement
advertisement
আরও পড়ুন : চলে গেলেন পরিণীতা-মর্দানির বাঙালি পরিচালক প্রদীপ সরকার
অজয় দেবগণ সামাজিক মাধ্যমে লিখেছেন পরিচালক প্রদীপ সরকার আমাদের দাদা। তাঁর মৃত্যু সংবাদ বিশ্বাস করা কঠিন। আমার গভীরতম সমবেদনা রইল। প্রদীপের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন অজয়।
advertisement
লাফাঙ্গে পরিন্দে ছবির পরিচালকের প্রয়াণে শোকাহত অভিনেতা মনোজ বাজপেয়ীও। তিনি ট্যুইট করেছেন যেখানেই থাকুন দাদা যেন ভাল থাকেন।
গত কয়েক বছরে প্রদীপ সরকার কাজ করছিলেন 'নীল সমন্দর', 'ফরবিডেন লভ', 'ক্যায়সি পহেলী জিন্দগনী'-র মতো ছবিতে। জেনারেশন গ্যাপ নিয়ে ছবি করবেন বলে ভেবেছিলেন। কিন্তু সে কাজ অধরাই থেকে গেল। নিভে গেল প্রদীপের শিখা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pradeep Sarkar Demise: তাঁদের 'প্রদীপ দা'-র মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড, শোকবার্তায় উজাড় স্মৃতি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement