হোম /খবর /বিনোদন /
চলে গেলেন পরিণীতা-মর্দানির বাঙালি পরিচালক প্রদীপ সরকার, শোকস্তব্ধ বলিউড

Pradeep Sarkar ‍| Passed Away: চলে গেলেন পরিণীতা-মর্দানির বাঙালি পরিচালক প্রদীপ সরকার

পরিণীতার সাফল্যের পরে ২০০৭ সালে 'লগা চুনরি মে দাগ'-এর মতো সিনেমাও দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। এর পর 'লাফাংগে পরিন্দে' (২০১০) থেকে হালের রানি মুখোপাধ্যায়ের কামব্যাক ছবি 'মর্দানি' (২০১৪)। তাঁর সিনেমায় বার বার ফিরে এসেছে বাঙালি মুখ। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্দ বলিউড।

আরও পড়ুন...
  • Share this:

মুম্বই: তাঁর চোখে এক্কেবারে নিজস্ব চরিত্রে ধরা দিত কলকাতা। তাঁর সিনেমার ছত্রে ছত্রে ছিল বাঙালিয়ানা। দক্ষিণের বিদ্যা বালনকে তিনিই গড়ে তুলেছিলেন বাঙালির শরৎচন্দ্রে চট্টোপাধ্য়ায়ের ললিতা। ৬৭ বছর বয়সেই চলে গেলেন মুম্বই নিবাসী বাঙালি চিত্র পরিচালক প্রদীপ সরকার। শুক্রবার সকালে পরিচালক হনসল মেহতাই প্রথম এই কথা জানান  টুইটারে। লেখেন, 'প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি হোক।'

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রদীপ। কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিসও চলছিল। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নিয়েও সমস্যা হচ্ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ সব লড়াই শেষ। প্রদীপ সরকারের আত্মীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল ৪টেয় সান্তাক্রুজে তাঁর দেহ দাহ করা হবে।

২০০৫ সালে সইফ আলি খান, বিদ্যা বালন এবং সঞ্জয় দত্ত অভিনীত 'পরিণীতা' সিনেমার মাধ্যমে তাঁর পরিচালনায় আসা। তার আগে অবশ্য চুটিয়ে বিজ্ঞাপন ইন্ড্রাস্ট্রিতে কাজ করেছেন।

পরিণীতার সাফল্যের পরে ২০০৭ সালে তাঁর পরিচালনায় রানি মুখোপাধ্য়ায়, জয়া বচ্চন ও কঙ্গনা সেনশর্মা অভিনীত 'লগা চুনরি মে দাগ'-এর মতো সিনেমাও দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। এর পর 'লাফাংগে পরিন্দে' (২০১০) থেকে হালের রানি মুখোপাধ্যায়ের কামব্যাক ছবি 'মর্দানি' (২০১৪)। তাঁর সিনেমায় বার বার ফিরে এসেছে বাঙালি মুখ। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্দ বলিউড।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Bollywood