Navjot Singh Sidhu: দিনে আয় করবেন ৯০ টাকা, জেলে কোন কাজের দায়িত্ব পেলেন সিধু?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৯৮৮ সালের একটি মামলায় সিধুকে এক বছর কারাবাসের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ গত ২০ মে আত্মসমর্পণ করেন সিধু৷
#পাটিয়ালা: ভারতের প্রাক্তন ওপেনার, সফল রাজনীতিবিদ৷ সেই নভজ্যোৎ সিং সিধুর আগামী এক বছর কাটবে পাটিয়ালা সেন্ট্রাল জেলে৷ ইন্ডিয়া টুডে- তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, পাটিয়ালার জেলে ক্লাক হিসেবে কাজ করবেন সিধু৷ তাঁর মূল দায়িত্ব হবে সাজাপ্রাপ্তদের আদালতের নির্দেশ পড়ে শোনানো এবং জেলের বিভিন্ন নথি গুছিয়ে রাখা৷
তবে এই কাজ শুরু করার আগে তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে সিধু৷ আদালতের নির্দেশ কীভাবে সংক্ষিপ্ত ভাবে সাজাপ্রাপ্তদের পড়ে শোনানো হয়, সেটাই শেখানো হবে পঞ্জাবে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতিকে৷
advertisement
১৯৮৮ সালের একটি মামলায় সিধুকে এক বছর কারাবাসের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ গত ২০ মে আত্মসমর্পণ করেন সিধু৷ জেলের নিয়ম অনুযায়ী, প্রথম তিন মাস প্রশিক্ষণ চলাকালীন কোনও পারিশ্রমিক পাবেন ন সিধু৷ এর পর দৈনিক চল্লিশ থেকে নব্বই টাকার মধ্যে পারিশ্রমিক পাবেন প্রাক্তন ভারতীয় ওপেনার৷
advertisement
সিধু যেহেতু একজন হাই-প্রোফাইল বন্দি, তাই জেল বারাকে থেকেই কাজ করবেন তিনি৷ কাজ সংক্রান্ত বিভিন্ন ফাইল তাঁর সেলেই পাঠিয়ে দেওয়া হবে৷ কারণ সেল থেেক বেরনোর অনুমতি পাবেন না সিধু৷
মঙ্গলবার থেকেই ক্লার্ক হিসেবে জেলে কাজ করতে শুরু করেছেন সিধু৷ সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত কাজ করতে হবে তাঁকে৷
advertisement
তবে সিধু যে বারাকে রয়েছেন, সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ পাঁচ জন ওয়ার্ডেন এবং আরও চার জন জেলের আবাসিককে সিধুর খেয়াল রাখতে বলা হয়েছে৷ জেেল শুধুমাত্র ফল এবং স্যালাড খেয়েই রয়েছেন সিধু৷ আটায় অ্যালার্জি আছে বলে দাবি করে জেলে ডাল- রুটি খাচ্ছেন না সিধু৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2022 12:17 PM IST