Navjot Singh Sidhu: দিনে আয় করবেন ৯০ টাকা, জেলে কোন কাজের দায়িত্ব পেলেন সিধু?

Last Updated:

১৯৮৮ সালের একটি মামলায় সিধুকে এক বছর কারাবাসের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ গত ২০ মে আত্মসমর্পণ করেন সিধু৷

নভজ্যোৎ সিং সিধু৷ ফাইল ছবি
নভজ্যোৎ সিং সিধু৷ ফাইল ছবি
#পাটিয়ালা: ভারতের প্রাক্তন ওপেনার, সফল রাজনীতিবিদ৷ সেই নভজ্যোৎ সিং সিধুর আগামী এক বছর কাটবে পাটিয়ালা সেন্ট্রাল জেলে৷ ইন্ডিয়া টুডে- তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, পাটিয়ালার জেলে ক্লাক হিসেবে কাজ করবেন সিধু৷ তাঁর মূল দায়িত্ব হবে সাজাপ্রাপ্তদের আদালতের নির্দেশ পড়ে শোনানো এবং জেলের বিভিন্ন নথি গুছিয়ে রাখা৷
তবে এই কাজ শুরু করার আগে তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে সিধু৷ আদালতের নির্দেশ কীভাবে সংক্ষিপ্ত ভাবে সাজাপ্রাপ্তদের পড়ে শোনানো হয়, সেটাই শেখানো হবে পঞ্জাবে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতিকে৷
advertisement
১৯৮৮ সালের একটি মামলায় সিধুকে এক বছর কারাবাসের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ গত ২০ মে আত্মসমর্পণ করেন সিধু৷ জেলের নিয়ম অনুযায়ী, প্রথম তিন মাস প্রশিক্ষণ চলাকালীন কোনও পারিশ্রমিক পাবেন ন সিধু৷ এর পর দৈনিক চল্লিশ থেকে নব্বই টাকার মধ্যে পারিশ্রমিক পাবেন প্রাক্তন ভারতীয় ওপেনার৷
advertisement
আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল, অখিলেশকে পাশে বসিয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা
সিধু যেহেতু একজন হাই-প্রোফাইল বন্দি, তাই জেল বারাকে থেকেই কাজ করবেন তিনি৷ কাজ সংক্রান্ত বিভিন্ন ফাইল তাঁর সেলেই পাঠিয়ে দেওয়া হবে৷ কারণ সেল থেেক বেরনোর অনুমতি পাবেন না সিধু৷
মঙ্গলবার থেকেই ক্লার্ক হিসেবে জেলে কাজ করতে শুরু করেছেন সিধু৷ সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত কাজ করতে হবে তাঁকে৷
advertisement
তবে সিধু যে বারাকে রয়েছেন, সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ পাঁচ জন ওয়ার্ডেন এবং আরও চার জন জেলের আবাসিককে সিধুর খেয়াল রাখতে বলা হয়েছে৷ জেেল শুধুমাত্র ফল এবং স্যালাড খেয়েই রয়েছেন সিধু৷ আটায় অ্যালার্জি আছে বলে দাবি করে জেলে ডাল- রুটি খাচ্ছেন না সিধু৷
বাংলা খবর/ খবর/দেশ/
Navjot Singh Sidhu: দিনে আয় করবেন ৯০ টাকা, জেলে কোন কাজের দায়িত্ব পেলেন সিধু?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement