Kapil Sibal leaves Congress: কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল, অখিলেশকে পাশে বসিয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা

Last Updated:

সিবাল যে সমাজবাদী পার্টির টিকিটে রাজ্য সভার নির্বাচনে লড়তে পারেন, কয়েকদিন ধরেই সেই জল্পনা শোনা যাচ্ছিল৷

কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল৷
কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল৷
#লখনউ: কংগ্রেসে ধাক্কা অব্যাহত৷ দলের অন্যতম প্রবীণ নেতা কপিল সিবাল এবার দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন৷ এ দিন লখনউয়ে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেন সিবাল৷ তার পরেই তিনি জানান, গত ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন তিনি৷
কংগ্রেসের যে তেইশ জন বিক্ষুব্ধ নেতার নাম উঠে এসেছিল, সেই জি-২৩ গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন সিবাল৷ দলের নেতৃত্ব নিয়ে ক্ষোভ থাকলেও এতদিন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন৷ কিন্তু এবার হাত ছাড়লেন সিবালও৷ শতাব্দী প্রাচীন দলের কাছে যা ফের একটি বড় ধাক্কা৷
তবে সমাজবাদী পার্টিতে যোগ দেননি প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী৷ আপাতত অখিলেশের দলের সমর্থনে রাজ্যসভার টিকিট এক রকম নিশ্চিত করে নিলেন প্রবীণ এই নেতা৷
advertisement
advertisement
সিবাল যে সমাজবাদী পার্টির টিকিটে রাজ্য সভার নির্বাচনে লড়তে পারেন, কয়েকদিন ধরেই সেই জল্পনা শোনা যাচ্ছিল৷ এ দিন লখনউয়ে গিয়ে অখিলেশ যাদবকে পাশে বসিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর সিবাল দাবি করেছেন, সংসদে নিরপেক্ষ স্বর তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
advertisement
রাজ্যসভা নির্বাচনে তিনটি আসনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সমাজবাদী পার্টি৷ এর মধ্যে দু'টি আসন কপিল সিবাল এবং আরএলডি-র জয়ন্ত চৌধুরীকে দেওয়া হতে পারে বলেও খবর ছিল৷
advertisement
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং আজম খানদের সঙ্গে বরাবরই সিবালের সম্পর্ক ভাল৷ এমন কি, কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে আজম খানের হয়ে আইনি লড়াই করে তাঁকে জামিন পাইয়ে দিতেও সাহায্য করেন সিবাল৷
advertisement
'দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আজম খানকে জামিনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিদান হিসেবেই তাঁকে রাজ্যসভার টিকিট দিল সপা৷ উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার এগারোটি আসনে ভোট গ্রহণ হবে৷ এর মধ্যে পাঁচটি আসন রয়েছে বিজেপি-র দখলে, তিনটি রয়েছে সমাজবাদী পার্টির দখলে, দু'টি আসন রয়েছে মায়াবতীর দল বিএসপি-র দখলে এবং একটি আসন রয়েছে কংগ্রেসের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kapil Sibal leaves Congress: কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল, অখিলেশকে পাশে বসিয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement