Kapil Sibal leaves Congress: কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল, অখিলেশকে পাশে বসিয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা

Last Updated:

সিবাল যে সমাজবাদী পার্টির টিকিটে রাজ্য সভার নির্বাচনে লড়তে পারেন, কয়েকদিন ধরেই সেই জল্পনা শোনা যাচ্ছিল৷

কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল৷
কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল৷
#লখনউ: কংগ্রেসে ধাক্কা অব্যাহত৷ দলের অন্যতম প্রবীণ নেতা কপিল সিবাল এবার দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন৷ এ দিন লখনউয়ে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেন সিবাল৷ তার পরেই তিনি জানান, গত ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন তিনি৷
কংগ্রেসের যে তেইশ জন বিক্ষুব্ধ নেতার নাম উঠে এসেছিল, সেই জি-২৩ গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন সিবাল৷ দলের নেতৃত্ব নিয়ে ক্ষোভ থাকলেও এতদিন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন৷ কিন্তু এবার হাত ছাড়লেন সিবালও৷ শতাব্দী প্রাচীন দলের কাছে যা ফের একটি বড় ধাক্কা৷
তবে সমাজবাদী পার্টিতে যোগ দেননি প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী৷ আপাতত অখিলেশের দলের সমর্থনে রাজ্যসভার টিকিট এক রকম নিশ্চিত করে নিলেন প্রবীণ এই নেতা৷
advertisement
advertisement
সিবাল যে সমাজবাদী পার্টির টিকিটে রাজ্য সভার নির্বাচনে লড়তে পারেন, কয়েকদিন ধরেই সেই জল্পনা শোনা যাচ্ছিল৷ এ দিন লখনউয়ে গিয়ে অখিলেশ যাদবকে পাশে বসিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর সিবাল দাবি করেছেন, সংসদে নিরপেক্ষ স্বর তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
advertisement
রাজ্যসভা নির্বাচনে তিনটি আসনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সমাজবাদী পার্টি৷ এর মধ্যে দু'টি আসন কপিল সিবাল এবং আরএলডি-র জয়ন্ত চৌধুরীকে দেওয়া হতে পারে বলেও খবর ছিল৷
advertisement
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং আজম খানদের সঙ্গে বরাবরই সিবালের সম্পর্ক ভাল৷ এমন কি, কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে আজম খানের হয়ে আইনি লড়াই করে তাঁকে জামিন পাইয়ে দিতেও সাহায্য করেন সিবাল৷
advertisement
'দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আজম খানকে জামিনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিদান হিসেবেই তাঁকে রাজ্যসভার টিকিট দিল সপা৷ উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার এগারোটি আসনে ভোট গ্রহণ হবে৷ এর মধ্যে পাঁচটি আসন রয়েছে বিজেপি-র দখলে, তিনটি রয়েছে সমাজবাদী পার্টির দখলে, দু'টি আসন রয়েছে মায়াবতীর দল বিএসপি-র দখলে এবং একটি আসন রয়েছে কংগ্রেসের৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kapil Sibal leaves Congress: কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল, অখিলেশকে পাশে বসিয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement