পদ্মশ্রী প্রত্যাখ্যান ওড়িশার মুখ্যমন্ত্রীর বোনের

Last Updated:
#ভুবনেশ্বর: পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন বিখ্যাত সাহিত্যিক গীতা মেহতা ৷ সাহিত্য এবং শিক্ষা ক্ষেত্রে গীতার নামে এই সম্মান ঘোষণা করা হয়েছিল ৷ পুরস্কার ঘোষণার সময় নিয়ে আপত্তি গীতা মেহতার ৷
৭০-তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মানের তালিকা ঘোষিত হয়েছে ৷ সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য, কলা, ক্রীড়া-সহ একাধিক ক্ষেত্রে কৃতীদের পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে ৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে ৯৪জনকে ৷ সেই তালিকাতে জায়গা করে নিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন গীতা মেহতা ৷ কিন্তু সেই পদ্মশ্রী সম্মান নিতে নাকচ সাহিত্যিত গীতা মেহতার ৷
advertisement
এই প্রসঙ্গে গীতা মেহতা জানালেন, ‘পদ্ম সম্মানের জন্য বেছে নেওয়ায় কৃতজ্ঞ ৷ সামনেই লোকসভা ভোট ৷ তার আগেই সম্মান দেওয়ার ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু এটা পুরস্কার নেওয়ার সঠিক সময় নয় ৷ পুরস্কার না নেওয়াই উচিত বলে মনে হয়েছে আমার ৷’
advertisement
একইসঙ্গে গীতা আরও বলেন, পদ্মশ্রী সম্মান গ্রহণ করলে তা দেশের সরকার এবং তাঁর নিজের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে ৷ তাই আফসোস থাকা স্বত্ত্বেও বিতর্ক এড়াতে পদ্মশ্রী ফেরাতে বাধ্য হলেন বলে দাবি গীতা মেহতার ৷
advertisement
প্রসঙ্গত, পদ্ম সম্মান তালিকা ঘোষণার পর পদ্মশ্রী সম্মান প্রাপ্ত সকলকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷
advertisement
দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে আরও একবার দেশে ক্ষমতা দখলের জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি ৷ অন্যান্য রাজ্যের পাশাপাশি ওড়িশাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি গতকাল ভুবনেশ্বরে ‘The Odisha Dialogue’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নবীন পট্টনায়েককে মোদির ‘পার্টনার’ বলে কাটাক্ষ করেন রাহুল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পদ্মশ্রী প্রত্যাখ্যান ওড়িশার মুখ্যমন্ত্রীর বোনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement