Narendra Modi: রাজনীতির লড়াই ছেড়ে দেশের জন্য এক হওয়ার ডাক, মোদির পরামর্শ শুনবেন বিরোধীরা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
বিরোধীদের উদ্দেশ্যে যেমন একদিকে নমনীয় বার্তা দিয়েছেন মোদি, সেরকমই গত বছরে বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনাও শোনা গিয়েছে তাঁর মুখে৷
কলকাতা: বাজেট অধিবেশনে সংসদে একজোট হয়ে সরকারের বিরোধিতায় নামতে পারে বিরোধীরা৷ ফলে আজ থেকে শুরু হতে চলা সংসদের বাজেট এবং বাদল অধিবেশনেও সংসদ কতটা সুষ্ঠু ভাবে চলতে পারবে, সেই আশঙ্কা রয়েছে৷ আগামিকাল কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের আগে তাই বিরোধীদের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও প্রধানমন্ত্রীর এই আর্জি বিরোধী শিবির কতটা শুনবে, তা নিয়ে সংশয় থাকছেই৷
এ দিন সংসদের অধিবেশন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সব সাংসদদের কাছে বিনীত ভাবে বলছি, গত জানুয়ারি মাস থেকে নিজেদের সর্বশক্তি দিয়ে যা লড়াই করার করেছি৷ কেউ জনতাকে পথ দেখানোর চেষ্টা করেছে৷ দেশবাসী নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন৷ রাজনৈতিক লড়াই যা হওয়ার হয়েছে, এবার নির্বাচিত সব সাংসদদের কর্তব্য, সব রাজনৈতিক দলের দায়িত্ব, আগামী পাঁচ বছর দেশের একসঙ্গে লড়তে হবে৷ আসুন আমরা আগামী চার সাড়ে চার বছরে দলের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র দেশের কথা ভেবে সংসদের এই গৌরবময় মঞ্চের ব্যবহার করি৷ আবার ২০২৯-এ লোকসভা ভোটের সময় রাজনৈতিক লড়াই করা যাবে৷ ততদিন দেশের গরিব, যুব, মহিলাদের উন্নতি, সশক্তিকরণ, ২০৪৭-এর স্বপ্ন পূরণের লক্ষ্যে সর্বশক্তি লাগিয়ে দিই৷’
advertisement
#WATCH | PM Narendra Modi says, “…I would like to request all the MPs of the country that from January till now we have fought as much as we had to, but now that period is over, the public has given its verdict. I would like to ask all the parties to rise above party lines and… pic.twitter.com/AVXzl0QDz2
— ANI (@ANI) July 22, 2024
advertisement
advertisement
বিরোধীদের উদ্দেশ্যে যেমন একদিকে নমনীয় বার্তা দিয়েছেন মোদি, সেরকমই গত বছরে বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনাও শোনা গিয়েছে তাঁর মুখে৷ সংসদের শেষ অধিবেশনে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে জবাবি ভাষণ দেওয়ার সময় বিরোধীদের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রীকে৷ সেকথা মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি৷
advertisement
প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের পর কোনও সাংসদ ৫ বছর সময় পেয়েছেন, কেউ দশ বছর সময় পেয়েছেন৷ কিন্তু কিছু দলের নেতিবাচক রাজনীতির জন্য সব সাংসদ নিজেদের এলাকার সমস্যার কথা সংসদে তুলে ধরতেই পারেনি৷ অনেক রাজনৈতিক দল সংসদের অপব্যবহার করেছেন৷ অন্তত নতুন সাংসদদের কথা ভেবে তাঁদের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দিন৷ ১৪৭ কোটির জনতা এই সরকারকে দেশসেবার হুকুম দিয়েছে৷ জনতা এখানে আমাদের দেশের জন্য পাঠিয়েছে, দলের জন্য নয়৷ এই সংসদও দেশেরই, কোনও দলের নয়৷ আড়াই ঘণ্টা ধরে দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর রোধ করার চেষ্টা যেভাবে হয়েছে, তা কোনও গণতন্ত্রে জায়গা পেতে পারে না৷’
advertisement
প্রধানমন্ত্রী এ দিন আরও বলেন, ৬০ বছর পর কোনও সরকার পর পর তিনবার ক্ষমতায় এল এবং তাদের প্রথম বাজেট পেশ করতে চলেছে৷ আমি দেশবাসীকে যে গ্যারান্টি দিয়ে এসেছি, তার বাস্তবায়নের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি৷ এই বাজেট অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট৷ আগামী পাঁচ বছরের দিশা তৈরি করবে এই বাজেট৷ স্বাধীনতার ১০০ বছরে বিকশিত ভারতের যে স্বপ্ন আমাদের আছে, তার মজবুত ভিত তৈরি করবে এই বাজেট৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2024 11:05 AM IST