Mamata Banerjee: 'বিত্তবান নয়, বিবেকবান চাই!' অন্যায় করলেই সম্পর্ক ছেদ, নেতাদের হুঁশিয়ারি মমতার

Last Updated:

এ দিন বার বারই মমতার মুখে দলের কর্মীদের জন্য সতর্কবার্তী শোনা গিয়েছে৷

নেতা, কর্মীদের কড়া হুঁশিয়ারি মমতার{
নেতা, কর্মীদের কড়া হুঁশিয়ারি মমতার{
কলকাতা: সন্দেশখালির শেখ শাহজাহান থেকে শুরু করে আড়িয়াদহের জয়ন্ত সিং৷ গত কয়েক মাসে হয় তৃণমূলেরই কোনও নেতা নয়তো দলের নেতাদের আশ্রয়ে থাকা দুর্বৃত্তদের একের পর এক কুকীর্তি সামনে এসেছে৷ যার ফলে অস্বস্তি বেড়েছে শাসক দলের৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি দলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলনেত্রী বলে দিলেন, এবার থেকে কারও বিরুদ্ধে কোনও অন্যায়, দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠলেই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দল৷ প্রয়োজনে সম্পর্ক ছেদ করা হবে৷
এ দিন বার বারই মমতার মুখে দলের কর্মীদের জন্য সতর্কবার্তী শোনা গিয়েছে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘আমরা যত জিতব, তত আমাদের নরম হতে হবে, তত আমাদের দায়িত্ব বাড়বে৷ তত আমরা মানুষের কর্মী হতে পারব। তৃণমূল কংগ্রেস মানে কোনও একটা রাজনৈতিক দল নয়, এটা মানুষের দল। আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই৷ যাঁদের আবেগ আছে, অশ্রু আছে, আমি তাঁদের চাই। পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদ- আমি সবাইকে বলছি৷ এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে, না হলে আমি পদক্ষেপ নেব৷’
advertisement
advertisement
এখানেই শেষ নয়, দলের জনপ্রতিনিধিদের সতর্ক করে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘যাঁরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েও পরিষেবা দেবেন না তাঁদের সঙ্গে আমরা কোনও সম্পর্ক রাখব না৷’ দুর্নীতি, সালিশির নামে মানুষের উপর অত্যাচার, দাদাগিরির মতো যে যে অভিযোগ তৃণমূলের নিচুতলার নেতাদের বিরুদ্ধে উঠছে, তাতে যে তিনি বিব্রত, তা এ দিন মমতার বক্তব্যেই স্পষ্ট৷
advertisement
বক্তব্য শেষ করার সময়ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কী, আপনারা দুর্নীতিতে জড়াবেন না তো, অন্যায়ের সঙ্গে আপস করবেন না তো? ‘ পাশাপাশি তৃণমূলের পুরনো কর্মীদেরও গুরুত্ব দিয়ে দলে সক্রিয় করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন. ‘কাউকে বাদ দিয়ে বা অবহেলা করে নয়। যদি কোনো পুরানো সাথী রাগ করে গিয়ে বসে থাকে, তাহলে তার সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনুন।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'বিত্তবান নয়, বিবেকবান চাই!' অন্যায় করলেই সম্পর্ক ছেদ, নেতাদের হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement