Narendra Modi on Rahul Gandhi: 'বালক বুদ্ধি', 'জিরো'! শোলের 'মাসি' চরিত্রকে টেনে লোকসভায় রাহুলকে জবাব মোদির

Last Updated:

কংগ্রেসকে পরজীবী বলে কটাক্ষ করে মোদির দাবি, শরিকদের সৌজন্যেই কংগ্রেসের ফল ভাল হয়েছে৷

রাহুলকে নিশানা মোদির৷
রাহুলকে নিশানা মোদির৷
নয়াদিল্লি: গতকাল সংসদে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ একদিন পরই তার জবাব দিলেন মোদি৷ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল তুলে ধরে রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করে একের পর এক আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী৷ রাহুল গান্ধিকে বালক বলা থেকে শুরু করে কংগ্রেসকে পরজীবী বলে কটাক্ষ করা, কোনও কিছুই বাদ দেননি মোদি৷ শুধু তাই নয়, রাহুল গান্ধিকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে বিখ্যাত হিন্দি ছবি শোলের ‘মাসি’ চরিত্রের কথা ও টেনে এনেছেন মোদি৷
এ দিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘এই প্রথমবার পর পর তিনটি লোকসভা নির্বাচনে একশোর গণ্ডি পেরোতে পারল না কংগ্রেস৷ তা সত্ত্বেও কংগ্রেস এমন ধারণা মানুষের মধ্যে ছড়াতে চাইছে যেন তারা বিজেপিকে হারিয়েই দিয়েছে৷ মোদি বলেন, ৯৯ নম্বর নিয়ে একজন সবাইকে দেখাত দেখো কত নম্বর পেয়েছি। মানুষও ভাবত কত নম্বর পেয়েছে। পরে জানতে পারল মানুষ যে ১০০র মধ্যে ৯৯ পায়নি, ৫৪৩-এ ৯৯ পেয়েছে।’
advertisement
advertisement
এর পরেই শোলে সিনেমার প্রসঙ্গ টেনে মাসি চরিত্রের অবতারণা করেন মোদি৷ কংগ্রেসের নৈতিক জয়ের দাবিকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী৷ বিদ্রুপের সুরে তিনি বলেন, ‘কংগ্রেস নেতাদের মন্তব্য শোলে সিনেমার সংলাপকেও ছাপিয়ে গিয়েছে৷ শোলে সিনেমার মাসি চরিত্রকে মনে আছে তো? তৃতীয় বার পরাজয় হল, তাতে কী মাসি, নৈতিক জয় তো হয়েছে!  আরে মাসি ১৩ রাজ্যে জিরো (শূন্য) পেয়েছি, তাতে কী, হিরো তো আছে৷’ রাহুলের নাম না করেই তাঁর আচরণকে শিশু সুলভ বলেও দাবি করেন মোদি৷ কটাক্ষ করে বলেন, ‘তুমসে না হো পায়েগা (তোমার দ্বারা হবে না)৷’
advertisement
advertisement
গত দুটি লোকসভা নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস সহ বিরোধীদের ফল তুলনামূলক ভাবে অনেকটাই ভাল৷ মোদি অবশ্য কংগ্রেসেকে এ দিন পরজীবী বলে ইন্ডিয়া জোটের অন্দরেই অস্বস্তি বাড়ানোর কৌশল নিয়েছেন৷ কংগ্রেসকে পরজীবী বলে কটাক্ষ করে মোদির দাবি, শরিকদের সৌজন্যেই কংগ্রেসের ফল ভাল হয়েছে৷
মোদি বলেন, ‘২০২৪ থেকে কংগ্রেস পরজীবী নামে পরিচিত হবে৷ যেখানে যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই হয়েছে সেখানে ওদের সাফল্যের হার ২৬ শতাংশ৷ কংগ্রেস যে পার্টির সঙ্গে জোট করে, সেই পার্টির ভোট খেয়ে নেয়৷ নিজের সহযোগীদের হয়ে ভোট পেয়েছে। সহযোগীদের ভোট না খেলে লোকসভায় কংগ্রেসের পক্ষে এত সিট জেতাও মুশকিল ছিল।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on Rahul Gandhi: 'বালক বুদ্ধি', 'জিরো'! শোলের 'মাসি' চরিত্রকে টেনে লোকসভায় রাহুলকে জবাব মোদির
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement