Narendra Modi Meeting With Mps: হুঁশিয়ারিতেও কাজ হয়নি, দলের সাংসদদের নিয়ে ফের 'ক্লাস' নরেন্দ্র মোদির

Last Updated:

Narendra Modi Meeting With Mps: নরেন্দ্র মোদি ছাড়াও বিজেপির সংসদীয় দলের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাদ্দা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং , বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের মত কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ন সদস্যরা।

চিন্তায় মোদি-শাহ?
চিন্তায় মোদি-শাহ?
#নয়াদিল্লি : চলতি সপ্তাহেই, ২৩ ডিসেম্বর শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে আজ বিজেপি'র সংসদীয় দলের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির আম্বেদকর স্টেডিয়ামে এই বৈঠকে সাংসদদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi Meeting With Mps)। বিজেপির সংসদীয় দলের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাদ্দা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং , বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের মত কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ন সদস্যরা।
সংসদ শুরুর আগে শেষবার প্রধানমন্ত্রী মোদি সংসদীয় দলের বৈঠক করেছিলেন ৭ ডিসেম্বর। এর আগের বৈঠকে দলের সাংসদদের সংসদে নিয়মিত হাজিরার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংসদে নিয়মিত হাজিরা না দিলে বা নিজেদের বদল না করলে তাঁদের বদলে দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরই মধ্যে গতকাল লোকসভায় অনুপস্থিত ছিলেন ট্রেজারি বেঞ্চের ৯ জন সদস্য। ফলে লোকসভায় মৌখিক প্রশ্নের উত্তর দিতে পারেননি তাঁরা। বিষয়টি প্রথম নজরে আনেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। একইসঙ্গে প্রধানমন্ত্রী নিজে মাত্র একদিন সংসদে উপস্থিত থেকেছেন। তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা মনীকাম টেগোর বিষয়টি তুলেছেন। বিরোধীদের নানান প্রশ্নের জবাব এড়াতেই তিনি সংসদ এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
advertisement
advertisement
চলতি সংসদ অধিবেশনে এটি বিজেপির দ্বিতীয় সংসদীয় দলের বৈঠক। এর আগে গত ৭ ডিসেম্বর আম্বেদকর ভবনে সংসদীয় দলের বৈঠক করেছে বিজেপি। বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার লখিমপুর খয়েরি মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা- সহ একাধিক ইস্যুতে বিরোধীদের মুলতুবি প্রস্তাবের মাঝে বিজেপির সংসদীয় দলের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের সংবিধান প্রণেতা তথা দলিত নেতা বি আর আম্বেদকরকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে আম্বেদকর ভবন।
advertisement
গত ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপনের ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছিলেন দলের নেতারা। বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী৷ সতীর্থদের হুঁশিয়ারিও দিয়েছেন ৷ সরাসরি জানিয়েছেন, সাংসদরা যদি নিজেদের বদল না করেন ৷ তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদেরও বদলে দেওয়া হতে পারে ৷ বিজেপি সূত্রের খবর, সংসদে সাংসদদের উপস্থিতি নিয়ে এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সাংসদদের রোজ সংসদে উপস্থিত থাকার কথাও বলেন তিনি। মোদি সাংসদদের সামনে শিশুদের উদাহরণ টানেন৷ জানান, শিশুদের বললেও তারা এক ভুল বারবার করে না।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Meeting With Mps: হুঁশিয়ারিতেও কাজ হয়নি, দলের সাংসদদের নিয়ে ফের 'ক্লাস' নরেন্দ্র মোদির
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement