Narendra Modi in Uttar Pradesh: দেশের সবথেকে অত্যাধুনিক রাজ্য হবে উত্তর প্রদেশ, ভোটের আগেই ঘোষণা মোদির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলন্যাস করেন প্রধানমন্ত্রী (Narendra Modi in Uttar Pradesh)৷
মিরাটের কাছে বিজৌলি গ্রাম থেকে প্রয়াগরাজের কাছে জুদাপুর ডান্ডু গ্রাম পর্যন্ত যাবে এই এক্সপ্রেসওয়ে৷ কাজ সম্পন্ন হলে এটাই হবে উত্তর প্রদেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে৷ রাজ্যেরপশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলকে যুক্ত করবে এই এক্সপ্রেসওয়ে৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৩৬ হাজার কোটি টাকার বেশি খরচ করে প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে গড়ে তোলা হবে৷ নরেন্দ্র মোদির দাবি, গঙ্গা এক্সপ্রেসওয়ে চালু হলে প্রচুর নতুন শিল্পও আসবে উত্তর প্রদেশে, কর্মসংস্থানের সুযোগও বাড়বে৷ ৷
advertisement
advertisement
প্রকল্পের শিলন্যাস করে প্রধানমন্ত্রী বলেন, 'খুব শিগগিরই উত্তর প্রদেশ দেশের সবথেকে অত্যাধুনিক পরিকাঠামো সম্বলিত রাজ্য হিসেবে চিহ্নিত হবে৷ এই দিন খুব বেশি দূরে নয়৷ উত্তর প্রদেশে এক্সপ্রেসওয়ে, নতুন করে তৈরি বিমানবন্দর, নতুন রেল রুটের যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে তা উত্তর প্রদেশের মানুষের জন্য আশীর্বাদ নিয়ে আসবে৷'
advertisement
নরেন্দ্র মোদি আরও বলেন, 'আধুনিক যে পরিকাঠামো উত্তর প্রদেশে গড়ে উঠছে তা থেকেই প্রমাণ করে কীভাবে সম্পদকে কাজে লাগানো উচিত৷ আপনারা নিজেরাই দেখেছেন জনগণের টাকা আগে কীভাবে ব্যবহার করা হত৷ কিন্তু এখন উত্তর প্রদেশের টাকা উত্তর প্রদেশের উন্নয়নের কাজেই লাগানো হয়৷'
advertisement
বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী আরও দাবি করেন, আগে বড় বড় প্রকল্প শুধু কাগজে কলমেই শুরু হতো৷ যাতে প্রকল্পের টাকা দিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করা যায়৷ কিন্তু এখন প্রকল্পের টাকা দিয়ে প্রকল্পেরই কাজ করা হয়৷ যাতে জনগণের টাকায় হাত না পড়ে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2021 4:31 PM IST