Narendra Modi on Morbi bridge tragedy: 'এ রকম যন্ত্রণা জীবনে খুব কম পেয়েছি', সেতু ভেঙে শতাধিক মৃত্যুতে বললেন মোদি

Last Updated:

সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন৷ তার আগে এই মুহূর্তে গুজরাতেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সর্দার বল্লভ ভাই পটেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-ANI
সর্দার বল্লভ ভাই পটেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-ANI
#কেভাডিয়া: মোরবির সেতু বিপর্যয়ের ঘটনায় তিনি যে যন্ত্রণা পেয়েছেন, তা জীবনে খুব কমই উপলব্ধি করেছেন৷ এ দিন গুজরাতের কেভাডিয়ায় সর্দার বল্লভ ভাই পটেলের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর দাবি, তাঁর শরীর কেভাডিয়াতে থাকলেও মন পড়ে রয়েছে মোরবিতে৷
সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন৷ তার আগে এই মুহূর্তে গুজরাতেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবারও টাটাদের বিমান কারখানা সহ গুজরাতে একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি৷ কিন্তু রবিবার সন্ধ্যাতেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় পাল্টা চাপে পড়ে যায় রাজ্যের বিজেপি সরকার৷
এ দিন সকালেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে সর্দার বল্লভ ভাই পটেলের জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ এর পরে বক্তব্য রাখতে গিয়ে মোরবির ঘটনার কথা উল্লেখ করেন তিনি৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি বলেন, 'আমার শরীর কেভাডিয়াতে রয়েছে, কিন্তু মন পড়ে রয়েছে মোরবিতে৷ এ রকম যন্ত্রণা জীবনে খুব কমই পেয়েছি৷ একদিকে আমার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে, অন্যদিকে আমাকে নিজের কর্তব্য পালন করতে হচ্ছে৷'
advertisement
এ দিনও দুর্ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, 'এই শোকের মুহূর্তে আমি শোকস্তব্ধ পরিবারগুলির পাশে সররকম ভাবে রয়েছি৷ গতকাল থেকে গুজরাত সরকার উদ্ধারকাজ চালাচ্ছে৷ কেন্দ্রীয় সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷'
advertisement
প্রধানমন্ত্রী জানিয়েছেন আহতদের চিকিৎসাতেও হাসপাতালে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে৷ এ দিন প্রধানমন্ত্রী মোরবির দুর্ঘটনাস্থলেও যেতে পারেন বলে খবর৷
প্রধানমন্ত্রী অবশ্য এ দিনও বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিরোধীদের আক্রমণ করেছেন৷ জাতপাত, ভাষার ভিত্তিতে দেশের ভিতরে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার দিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on Morbi bridge tragedy: 'এ রকম যন্ত্রণা জীবনে খুব কম পেয়েছি', সেতু ভেঙে শতাধিক মৃত্যুতে বললেন মোদি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement