Gujarat Bridge Collapse: প্রাণে বাঁচল চার বছরের ছেলে, মৃত বাবা-মা! গুজরাত বিপর্যয়ে অন্ধকার নামল বহু জীবনে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মোরবির স্থানীয় হাসপাতালে এই মুহূর্তে মন খারাপ করে দেওয়া ছবি৷ একদিকে চলছে দেহ শনাক্তকরণের প্রক্রিয়া৷ অন্যদিকে চলছে ময়নাতদন্ত৷
#মোরবি: গুজরাতের সেতু বিপর্যয় প্রাণ কেড়েছে অন্তত ১৩২ জনের৷ আর পাঁচটা বিপর্যয়ের মতোই এই দুর্ঘটনা চিরতরে বদলে দিল বহু মানুষের জীবন৷ যেমন গুজরাতের এই সেতু বিপর্যয় প্রাণে বেঁচে গিয়েও অনাথ হয়ে গেল চার বছরের একটি শিশু৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী, গুজরাতের হালভাদের উমা টাউনশিপের এক বাসিন্দা জানিয়েছেন, তাঁদের প্রতিবেশী হার্দিক ফালদু নামে এক ব্যক্তিও তাঁর স্ত্রী মিরালবেন এবং চার বছরের ছেলে জিয়াংশকে নিয়ে রবিবার বিকেলে মোরবি সেতুতে বেড়াতে গিয়েছিলেন৷ হার্দিকের খুড়তুতো ভাই হর্ষ জালাভাদিয়া এবং তাঁর স্ত্রীও এই কেবল ব্রিজে বেড়াতে যান৷
advertisement
advertisement
এই দুর্ঘটনায় হার্দিক এবং তাঁর স্ত্রী মিরালের মৃত্যু হয়েছে৷ কিন্তু সৌভাগ্যবশত বেঁচে গিয়েছে তাঁদের চার বছরের ছেলে জিয়াংশ৷ ছোট্ট জিয়াংশের কাকা হর্ষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁর স্ত্রী অবশ্য প্রাণ হারিয়েছেন৷
advertisement
মোরবির স্থানীয় হাসপাতালে এই মুহূর্তে মন খারাপ করে দেওয়া ছবি৷ একদিকে চলছে দেহ শনাক্তকরণের প্রক্রিয়া৷ অন্যদিকে চলছে ময়নাতদন্ত৷ অধিকাংশ দেহই এখনও শনাক্ত করা সম্ভব হয়নি৷ প্রিয়জনদের খোঁজে হাসপাতালে ভিড় জমাচ্ছেন বহু মানুষ৷
মাচ্ছু নদীর উপরে মোরবির এই শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতুটি পর্যটকদের কাছে বড় আকর্ষণ ছিল৷ রবিবার ছুটির দিন হওয়ায় ভিড়ও ছিল বেশি৷ বাবা-মায়ের হাত ধরে সেতুতে ভিড় জমিয়েছিল অনেক শিশুও৷ ফলে দুর্ঘটনায় অন্তত পঁচিশটি শিশুর মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 8:57 AM IST