'অ্যাক্ট অফ ফ্রড' তত্ত্ব? সেতু বিপর্যয়ে মোদিকে ২০১৬-র বাংলা স্মরণ করালেন দিগ্বিজয় সিং
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Gujarat bridge collapse: দিগ্বিজয় সিং, প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের ভিডিও শেয়ার করেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক্ষ করতে গিয়ে একটি সমাবেশে ব্যবহার করেছিলেন 'অ্যাক্ট অফ ফ্রড' তত্ত্ব।
#গুজরাত: রবিবার সন্ধ্যায় গুজরাতে মোরবিতে শতাব্দী প্রাচীন একটি ঝুলন্ত সেতু ধসে কমপক্ষে ৯১ জনের মৃত্যু হয়েছে। মাত্র এক সপ্তাহ আগে ঝুলন্ত সেতুটি মেরামত করা হয়। চারদিন আগেই তা সাধারণের জন্যে খুলে দেওয়া হয়। সপ্তাহকাল কাটতে না কাটতেই ভেঙে পড়ল সেই সেতু। সেই সময় সেতুতে প্রায় চারশো মানুষ ছিলেন।
বর্তমানে গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ৪০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল বলেও বিশেষজ্ঞদের ধারণা। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয় ব্রিজটি। প্রশ্ন উঠছে তারপরেও কেবল ব্রিজটি ভেঙে পড়ল কেন? এমনকি অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।
advertisement
advertisement
এই প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং রবিবার একটি ট্যুইট পোস্ট করে জিজ্ঞাসা করেন গুজরাতে মোরবি জেলার মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতুর ভয়াবহ পতনে কমপক্ষে ৯১ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা, এটি আদৌ কী 'ঈশ্বরের কাজ' নাকি পিছনে রয়েছে কোনও 'প্রতারণার কাজ'?
advertisement
मोरबी में बहुत बड़ा हादसा हुआ है। राज्य सरकार ने इस हादसे की ज़िम्मेदारी ली है। ५ दिन पहले ही उसकी मरम्मत का काम पूरा हुआ था। सरकार को ज़िम्मेदार लोगों के खिलाफ कार्यवाही करना चाहिए। 1/n Government Takes Responsibility For Bridge Collapse: Gujarat Minister https://t.co/gsO4ZcYuP5
— digvijaya singh (@digvijaya_28) October 30, 2022
advertisement
দিগ্বিজয় সিং, এই ঘটনায় বেশ কয়েকটি ট্যুইট শেয়ার করেন এদিন। সেখানে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের ভিডিও শেয়ার করেন তিনি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক্ষ করতে গিয়ে একটি সমাবেশে ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। 31শে মার্চ, ২০১৬-এ কলকাতায় বিবেকানন্দ রোড ফ্লাইওভার ধসে পড়ার পরে, নিহত হয়েছিল বহু মানুষ। সেই বিষয়ে এদিন 'মোদির সেই 'অ্যাক্ট অফ গড না অ্যাক্ট অব ফ্রড' মন্তব্য স্মরণ করান দিগ্বিজয় সিং।
advertisement
ACT OF FRAUD pic.twitter.com/hZ0iLD47Le
— Vinod Kapri (@vinodkapri) October 30, 2022
তিনি লেখেনা, "মোদিজি, মোরবি ব্রিজ দুর্ঘটনা কি ঈশ্বরের কাজ নাকি প্রতারণার? দিগ্বিজয় সিং ২০১৬ সালের একটি সংবাদ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে টুইট করেছেন তিনি। তিনি বলেন, সেতুটি ছয় মাস ধরে মেরামতের কাজ চলছিল কিন্তু খুলে দেওয়ার পাঁচ দিন পরই ভেঙে পড়ল সেই ব্রিজ। দায় কার?'
advertisement
মোদির রাজ্য গুজরাতে, যেখানে ভারতীয় জনতা পার্টি ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে, এই বছরের জুলাই মাসে কচ্ছ জেলার বিদ্রা গ্রামে প্রথম দিনের পরীক্ষার সময় নর্মদা খাল ভেঙে যায়, অন্যদিকে ভূজে একটি ওভারব্রিজ তৈরি করতে ৮-৯ বছর লেগেছিল। চালু করার এক বছরের মধ্যে মেরামত করার পরিস্থিতি তৈরি ও ওভারব্রিজেরও। তাই এর পিছনে বিজেপি সরকারের একাংশেষের প্রতারণার তত্ত্ব দাবি করছে প্রবীণ কংগ্রেস নেতা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 2:36 AM IST