গুজরাতে শহুরে নকশালরা প্রবেশের চেষ্টা করছে, কিন্তু তাদের ধ্বংস করা হবে, হুঙ্কার মোদির

Last Updated:

নাম না করে কার্যত দিল্লির আম আদমি পার্টিকেই যে এই আক্রমণ, তা বুঝতে বাকি থাকে না কারওর৷

.
.
#আহমেদাবাদ: ‘শহুরে নকশাল’ অভিধায় পরিচিত করে এক অংশের বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নাম না করে কার্যত দিল্লির আম আদমি পার্টিকেই যে এই আক্রমণ, তা বুঝতে বাকি থাকে না কারওর৷
গুজরাতের একটি অনুষ্ঠানে মোদি বলেন, ‘‘শহুরে নকশালরা নিজেদের পরিচয় পাল্টে গুজরাতে প্রবেশের চেষ্টা করছে৷ কিন্তু রাষ্ট্র বা রাজ্য প্রশাসন সেটা সহ্য করবে না, তাদের ধ্বংস করা হবে৷’’ মোদি এ দিন সভা থেকে নানা ধাপে গুজরাতের মাটিতে শহুরে নকশালদের উপস্থিতি প্রসঙ্গে আক্রমণের ঢেউ তোলেন৷ পাশাপাশি, আম আদমি পার্টিকেও আক্রমণ করেন তিনি৷
advertisement
advertisement
আরও পড়ুন: হারিয়ে গেল প্রাচীন বটগাছ, ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির! ভয়াবহ অবস্থা মালদহে
মোদি বলেন, ‘‘শহুরে নকশালরা নতুন রকম বেশভূষা পাল্টে, নিজেদের ভিন্ন রূপে গুজরাতে প্রবেশের চেষ্টা করছে৷ তারা নিজেদের জামাকাপড় পাল্টে ফেলেছে৷ তারা রাজ্যের সরল ও উদ্দীপনায় পূর্ণ যুব সমাজকে বেপথে চালিত করছে৷ তাই তাদের কোনওরকম ছাড়া দেওয়া হবে না৷ শহুরে নকশালদের আমাদের যুব সমাজকে নষ্ট করতে দেব না আমরা৷ আমরা আমাদের সন্তানদের শহুরে নকশালদের বিরুদ্ধে সতর্ক করব৷ পাশাপাশি আমরা সংকল্প করব, যাতে তাদের পুরোপিরি ধ্বংস করে দিতে পারি৷ ওরা বিদেশি শক্তির চর৷ গুজরাত তাদের সামনে মাথা নত করবে না, গুজরাত তাদের ধ্বংস করবে৷’’
advertisement
দিল্লি, পঞ্জাবের পর এ বার গুজরাতের লড়াইয়ে পুরোপুরি নেমে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ সামনেই গুজরাতের বিধানসভা ভোট৷ সেখানে আপের বিরুদ্ধে শুরু থেকেই তীব্র লড়াইয়ের বার্তা দিতে চাইছেন মোদি৷ মোদির অভিযোগ, সর্দার সরোবর ড্যাম বা জলাধার তৈরির কাজ আটকে আছে শুধু মাত্র ‘নকশাল মানসিকতার’ মানুষদের জন্য৷ এ অভিযোগ শুধু তার নয়, গুজরাতের মুখ্যমন্ত্রীও এর আগে বলেছিলেন, শহুরে নকশালদের জন্যই সর্দার সরোবর জলাধার প্রকল্পে বাধা পড়ছে৷ পাশাপাশি, তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকরকেও শহুরে নকশাল বলে আক্রমণ করেছিলেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে শহুরে নকশালরা প্রবেশের চেষ্টা করছে, কিন্তু তাদের ধ্বংস করা হবে, হুঙ্কার মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement