#নয়াদিল্লি: বিশ্ব আজ ভাল নেই । কঠিন অসুখে জর্জরিত গোটা পৃথিবী। কিন্তু যতই বিপদ আসুক থেমে থাকে না মানুষের জীবন, থেমে থাকে না কোনও কাজ, থেমে থাকে না বহু বছর ধরে চলে আসা রীতি-নীতি, ধর্মীয় অনুষ্ঠান। করোনাকে রুখতে হয়তো কিছু কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা, কিন্তু তারপরেও এখনও বেঁচে আছে আশা, স্বপ্ন, বেঁচে আছে মানুষের বিশ্বাস।দেখতে দেখতে এসে পড়েছে বছরের সেই শুভ দিনগুলোও । শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। ২৮-৩০ দিন পর্যন্ত চলে এই রমজান। মুসলিম ধর্মাবলম্বী মানুষরা এই গোটা মাস নির্জলা উপবাস করেন সারা দিন । রাতে নামাজ পড়ে খান একবার ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ramadan, Ramadan 2020, Ramazan