Food Delivery Boy: বিরাট কাণ্ড মুম্বইতে, ফুড ডেলিভারি বয়দের জন্য চাওয়া হল 'চরিত্রের শংসাপত্র'! কিন্তু কেন?

Last Updated:

Food Delivery Boy: খাবার ডেলিভারি বয়দের জন্য 'চরিত্রের শংসাপত্র' চাইলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার!

চাই চরিত্রের শংসাপত্র
চাই চরিত্রের শংসাপত্র
#নয়াদিল্লি: রবিবার মুম্বই পুলিশের জারি করা একটি সার্কুলারে খাবার ডেলিভারি বয়দের ক্যারেক্টার সার্টিফিকেট চাওয়া হয়েছে। যদি কোনও ডেলিভারি বয় কোনও অপরাধে জড়িত থাকেন, সেক্ষেত্রে তাঁকে আইনত শাস্তি দেওয়ার জন্য চরিত্রের শংসাপত্র জরুরি বলে মনে করছে মুম্বই পুলিশ। খাবার ডেলিভারি বয়ের চরিত্রের শংসাপত্র পাওয়া না গেলে যে কোনও রকম অপরাধের জন্য দায়ী থাকবে সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থা, এমনই সার্কুলার জারি করা হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে।
মুম্বই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে বেশ কয়েকটি অভিযোগের পর ডেলিভারি বয়দের জন্য চারিত্রিক শংসাপত্র বাধ্যতামূলক করেছেন। এটি কুরিয়ার কোম্পানি এবং ফুড এগ্রিগেটরদের সঙ্গে কর্মরত ডেলিভারি বয়দের জন্য প্রযোজ্য হবে। রবিবার মুম্বই পুলিশের জারি করা একটি সার্কুলার অনুসারে জানা গিয়েছে যদি কোনও ডেলিভারি বয় কোনও অপরাধে লিপ্ত থাকেন, তখন তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থার পাশাপাশি পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খবর পাওয়া গিয়েছে, মুম্বই পুলিশ কমিশনার কুরিয়ার কোম্পানি ও ফুড এগ্রিগেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সার্কুলারটি জারি করেছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার পান্ডে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন ডেলিভারি বয় নিয়োগের সময় সংশ্লিষ্ট কর্মপ্রার্থীদের যথাযথ ক্যারেক্টার সার্টিফিকেট হয়েছে কি না তা দেখার। ডেলিভারি বয়দের প্রশিক্ষণ দেওয়া এবং বৈধ কাগজপত্রের সঙ্গে যথাযথ চুক্তি করা হয়েছে কি না তাও নিশ্চিত করতে বলেছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার।
advertisement
advertisement
মুম্বই পুলিশের অপর একজন কর্মকর্তা জানিয়েছেন ডেলিভারি বয়রা ট্র্যাফিক নিয়ম মেনে চলেন কি না এবং উচ্চ গতিতে গাড়ি চালান কিনা বা ফুটপাথে গাড়ি নিয়ে উঠে পড়েন কি না এসবও নজরে রয়েছে। সমস্ত নিয়ম সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে নিশ্চিত করতে বলা হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে পরিষেবা প্রদানকারী প্রতিনিধিদের জানানো হয়েছে, ডেলিভারি বয়দের যথাযথ ইউনিফর্ম থাকতে হবে। তাঁরা তাঁদের মোটরসাইকেলে অতিরিক্ত পণ্য বহন করতে পারবেন না। এই সমস্ত বিষয় নিশ্চিত করার পরেই নিয়োগপত্র দেওয়া যাবে ডেলিভারি বয়ের কর্মপ্রার্থীদের।
advertisement
এটি ছাড়াও, মুম্বইয়ের পুলিশ কমিশনার পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করে বৈঠক করার পর মুম্বই পুলিশের দ্বারা জারি করা আরেকটি সার্কুলার তাদের দিয়ে দেওয়া হয়েছে। রাত্রে কাজের জায়গায় আলোর ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে যাতে কারও অসুবিধা না হয়। সারারাত ধরে কাজ করা যাবে না। অনুমোদিত সময়ের মধ্যেই ডেলিভারি বয়দের কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে সার্কুলারে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Food Delivery Boy: বিরাট কাণ্ড মুম্বইতে, ফুড ডেলিভারি বয়দের জন্য চাওয়া হল 'চরিত্রের শংসাপত্র'! কিন্তু কেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement