Mumbai News: মাকে খুন করে লিভার-কিডনি ভেজে খায় গুনধর ছেলে! মিলল ফাঁসির সাজা

Last Updated:

Mumbai News: ২০১৭-তে মাকে খুন করে লিভার-কিডনি ভেজে খায় গুনধর ছেলে! এতদিন পর সাজা দিল কোর্ট, বিস্তারিত পড়ুন...

মাকে খুন করে লিভার-কিডনি ভেজে খায় গুনধর ছেলে! মিলল ফাঁসির সাজা
মাকে খুন করে লিভার-কিডনি ভেজে খায় গুনধর ছেলে! মিলল ফাঁসির সাজা
মুম্বই : ২০১৭ সালে এক ব্যক্তি তার মাকে  খুন করে৷ এখানেই শেষ নয়,  মা-এর শরীরের কিছু অংশ সে রান্না করে খেয়েছিল বলে অভিযোগ৷ বোম্বে হাই কোর্ট মঙ্গলবার অভিযুক্ত এই ব্যক্তির শাস্তির কথা জানিয়েছে৷ আদালতের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷
বিচারপতি রেবতী মোহিত ডেরে এবং প্রিথ্বীরাজ চাভানের একটি বিভাগীয় বেঞ্চ বলেছে যে তারা অভিযুক্ত সুনীল কুচকোরবিকের মৃত্যুদণ্ড নিশ্চিত করছে৷ কারণ, তাদের মনে হয়েছে, নিজেকে বদলানোর কোনও চেষ্টাই না কি সুনীলের আর নেই। তাই জীবনের সেকেন্ড চান্স দেয়নি আদালত৷
advertisement
advertisement
হাইকোর্ট-এর  তরফে জানানো হয়েছে, “এই ঘটনা সবচেয়ে দুর্লভ ক্ষেত্রের অন্তর্গত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার মা খুন করার পাশাপাশি তার শরীরের অংশ – মস্তিষ্ক, হৃদয়, লিভার, কিডনি, অন্ত্র বের করে একটি প্যানে রান্না করছিল৷”
শুধু তাই নয়, “ওই ব্যক্তি  তার মায়ের শরীরের পাঁজর এবং হৃদপিণ্ডও  রান্না করেছিলেন। এটি একটি মানবভক্ষণের ঘটনা” জানিয়েছে হাইকোর্ট৷
advertisement
হাই কোর্ট পর্যবেক্ষণ করেছে যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংস্কারের কোনো সুযোগ নেই কারণ মানবভক্ষণের প্রবণতা তার মধ্যে রয়েছে। জানানো হয়েছে, “আজীবন ওই ব্যক্তিকে জেলে পাঠানোর রায় দেওয়া হলেও সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়৷ কারণ, জেলেও সে একই অপরাধ করতে পারে৷”
advertisement
অভিযোগ অনুযায়ী, সুনীল নামের ওই ব্যক্তি ২০১৭ সালের ২৮ আগস্ট কোলহাপুর শহরে নিজের বাড়িতে ৬৩ বছর বয়সের মা ইয়াল্লামা রামা কুচকোরবিকে নিষ্ঠুরভাবে খুন করেছেন৷ পরে তিনি দেহটি টুকরো টুকরো করে কেটে, কিছু অঙ্গ প্যানে ভেজে খেয়েছিলেন।
অভিযোগকারী দাবি করেছেন যে, মদ কেনার জন্য টাকা দিতে অস্বীকার করায় এই কান্ডটি ঘটিয়েছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai News: মাকে খুন করে লিভার-কিডনি ভেজে খায় গুনধর ছেলে! মিলল ফাঁসির সাজা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement