Uttar Pradesh News: দেড় লাখের আইফোন হাতে পেতেই চরম সিদ্ধান্ত! মেরে খালে ভাসিয়ে দেওয়া হল ডেলিভারি বয়কে

Last Updated:

Uttar Pradesh News: দেড় লাখের আইফোন হাতে পেতেই চরম সিদ্ধান্ত! ডেলিভারি বয়কে গলা টিপে খুন করলেন গ্রাহক, দেহ ভাসিয়ে দেওয়া হল খালে৷

দেড় লাখের আইফোন হাতে পেতেই চরম সিদ্ধান্ত! ডেলিভারি বয়ের কী হল জানুন...
দেড় লাখের আইফোন হাতে পেতেই চরম সিদ্ধান্ত! ডেলিভারি বয়ের কী হল জানুন...
advertisement
 লখনউ:  আইফোনের অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি৷   ৩০ বছর বয়সী এক কুরিয়ার কর্মী সেটি দিতে এলে অপ্রত্যাশিত ঘটনা ঘটে৷  তাঁকে হত্যা করেন গ্রাহক৷ ফোন দিয়ে দেড় লাখ টাকা চাইতেই খুন করা হয় ওই ডেলিভারি করতে আসা ছেলেটিকে৷
advertisement
পুলিশ জানিয়েছে, তার দেহ এখানে ইন্দিরা খালে ফেলে দেওয়া হয় এবং তার খোঁজে রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) টিমকে ডাকা হয়েছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ শশাঙ্ক সিং বলেছেন, চিহ্নহাটের গজনান নামের একজন ব্যক্তি ফ্লিপকার্ট থেকে ১.৫ লাখ টাকার আইফোন অর্ডার করেছিলেন এবং ক্যাশ অন ডেলিভারি (COD) পেমেন্ট অপশন বেছে নিয়েছিলেন।
advertisement
“২৩ সেপ্টেম্বর, কুরিয়ার ছেলেটি, যাঁর নাম ভারত সাহু, নিশাতগঞ্জে ফোনটি ডেলিভার করতে গিয়েছিলেন৷ সেখানে তাকে গজনান এবং তার সহযোগী হত্যা করে। সাহুকে গলা টিপে হত্যা করার পর, তারা তার দেহ একটি বস্তায় ভরে ইন্দিরা খালে ফেলে দেয়” তিনি বলেন।
advertisement
সাহু দুই দিন বাড়ি ফিরে না আসায়, তার পরিবার ২৫ সেপ্টেম্বর চিহ্নহাট পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করে।
সাহুর কলের বিবরণ স্ক্যান করার সময় এবং তার অবস্থান ট্রেস করার চেষ্টা করতে গিয়ে পুলিশ গজনানের নম্বর পায় এবং তার বন্ধু আকাশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদের সময় আকাশ অপরাধ স্বীকার করে। পুলিশ এখনও দেহটি খুঁজে পায়নি।
advertisement
অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, “রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) টিম খালে ডুবে থাকা মৃত ব্যক্তির দেহ খুঁজে বের করার চেষ্টা করছে।”
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: দেড় লাখের আইফোন হাতে পেতেই চরম সিদ্ধান্ত! মেরে খালে ভাসিয়ে দেওয়া হল ডেলিভারি বয়কে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement